জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

লক্ষাধিক মূল্যের অবৈধ কাঠ উদ্ধার

এনএফবি, আলিপুরদুয়ারঃ

ফের কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাঠ পাচারের বড় পরিকল্পনা ব্যর্থ করলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন দফতরের কর্মীরা। শুক্রবার পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা, সাইকেলে করে কাঠ নিয়ে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের ওপর অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কাঠ বাজেয়াপ্ত করে।

এদিন সকালে গোপন সূত্রের ভিত্তিতে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বন বিভাগের বনকর্মীরা প্রথমে সাতলী নাকডালা এলাকা সংলগ্ন পিএমজি রোড এলাকায় অভিযান চালায়। সেই সময়ই কাঠ পাচারকারীর একদল সাইকেলে করে কাঠ নিয়ে ওই এলাকার দিকে আসছিল। তবে তারা বনকর্মীদের দেখে ঘটনাস্থলেই কাঠ রেখে পালিয়ে যায়। এরপর বনকর্মীরা বিপুল পরিমাণ অবৈধ শাল ও সেগুন কাঠ উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে।

অন্যদিকে অপর এক তথ্যের ভিত্তিতে পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরাও গাঙ্গুটিয়া বন সংলগ্ন ডিমা নদী এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে পাচার হওয়া অবৈধ কাঠ উদ্ধার করেছে। তবে সেখান থেকেও পাচারকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে পানা মোবাইল রেঞ্জের রেঞ্জার শংকর কুমার ছেত্রী বলেন, ‘বন ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের টহল অব্যাহত রয়েছে। এদিনের উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য এক লাখ টাকার বেশি।’ তিনি বলেন, আগামী দিনেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।