জুলাই 1, 2024
Latest:
দেশ

নিভছে অমর জওয়ান জ্যোতি, ইণ্ডিয়া গেটে প্রতিষ্ঠিত হবে নেতাজি মূর্তি

এনএফবি, নিউজ ডেস্কঃ

নিভিয়ে দেওয়া হবে অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti)। ইণ্ডিয়া গেটে বসবে নেতাজির পূর্ণাবয়ব মূর্তি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে নেতাজির মূর্তি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন।

এদিন টুইটে মোদী লেখেন,” আগামী ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীতে তাঁর ১২৫তম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে হলোগ্রাম মূর্তি উন্মোচন করবো। সমগ্র দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করবে, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি গ্রানাইট পাথরের তৈরি নেতাজি মূর্তি ইন্ডিয়া গেটে বসানো হবে। এটি নেতাজির প্রতি দেশের ঋণী থাকার প্রতীক হয়ে থাকবে।“

আরও পড়ুনঃ ব্রিটেনে মাস্ক বাধ্যতামূলক নয়, ঘোষণা বরিসের

জানা গিয়েছে, ইন্ডিয়া গেটের গ্র্যান্ড ক্যানোপির নীচে এই গ্রানাইটের নেতাজি মূর্তি বসানো হবে। যেখানে এখন দেশের শহিদ জওয়ানদের শ্রদ্ধায় অমর জওয়ান জ্যোতি প্রজ্বলিত। এই অগ্নিশিখা গত পঞ্চাশ বছরে নেভেনি। শুক্রবার তা নিভিয়ে দেওয়া হবে। জাতীয় যুদ্ধের স্মারকের সঙ্গে এই শিখা মিলে যাবে।
১৯৭১ সালের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে শহিদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছিল অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধটি। ১৯৭২ সালে প্রজাতন্ত্র দিবসে এই সৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। উদ্বোধনের পর থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে এই সৌধে শ্রদ্ধা জানান দেশের প্রধানমন্ত্রী, নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার প্রধান। সেই অর্নিবাণ শিখা মিলে যাচ্ছে জাতীয় যুদ্ধ স্মারক-এ দাবি কেন্দ্রের।

আরও পড়ুনঃ লালবাগ মহকুমা আদালতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

২০১৯ সালে ইন্ডিয়া গেটের কাছেই জাতীয় যুদ্ধ স্মারক(National war memorial) উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গ্রানাইট পাথরের গায়ে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে ২৫ হাজার ৯৪২ জনও শহিদের নাম। সেখানে ১৯৪৭-৪৮ সাল থেকে শুরু করে গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ জওয়ানদের নামও রয়েছে। জঙ্গি দমন অভিযানে শহিদ হওয়া জওয়ানদের নামও রয়েছে সৌধটিতে। ২০২০ সালের পর থেকেই প্রজাতন্ত্র দিবসের দিন রীতি বদল করে সাধারণতন্ত্র দিবসের সকালে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখায় মিশে যেতে চলছে পঞ্চাশ বছর ধরে প্রজ্বলিত অমর জওয়ান জ্যোতি।

উল্লেখ্য, ইন্ডিয়া গেটে গ্র্যাণ্ড ক্যানোপি এবং বাকি সৌধটি ১৯৩০ সালে স্যার এডউইন লুটিয়েন্স তৈরি করেছিলেন। পূর্বে সেখানে ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাট পঞ্চম জর্জের মূর্তি ছিল। ছয়ের দশকের মাঝামাঝি সময়ে মধ্য দিল্লির করোনেশন পার্কে সেই মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হয়।