জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ম্যাচ জেতার পাশাপাশি বিরাট রেকর্ড ভাঙলেন গব্বর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে তাঁদের ঘরের মাঠে ১০ উইকেটে হারায় লোকেশ রাহুলের ভারত। টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে মাত্র ১৯০ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেট হারিয়ে ৩০.৫ ওভারেই ১৯২ রান তুলে নেয় ভারত। ৭২ বলে ১০টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সৌজন্যে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমান গিল। অপরদিকে, ১১৩ বলে ৯টি চারের সৌজন্যে ৮১ রান করেন শিখর ধাওয়ান। আর এই ইনিংসের সুবাদেই বিরাট কোহলির গড়া রেকর্ড ভেঙে দেন ধাওয়ান।

আসলে ২০১৯ বিশ্বকাপের পরে শিখর ধাওয়ান ওডিআই ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ধাওয়ান এই সময়ের মধ্যে ৫২.০৯-এর দুর্দান্ত গড়ে ১০৯৪ রান করেছেন। একই সময়ে বিরাট কোহলি ২০১৯ বিশ্বকাপের পর ৪৪.০৮ গড়ে ১০৫৮ রান করেছন। এই তালিকায় অনেকটাই পিছিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা রোহিত এই টুর্নামেন্টের পরে মাত্র ৭১৮ রান করেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক, ২০১৯ বিশ্বকাপের পর সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় খেলোয়াড়দের তালিকাঃ

শিখর ধাওয়ানঃ ৫২.০৯ গড়ে ১০৯৪ রান

বিরাট কোহলিঃ ৪৪.০৮ গড়ে ১০৫৮ রান

কেএল রাহুলঃ ৫৪.৭০ গড়ে ৯৩০ রান

শ্রেয়স আইয়ারঃ ৪২.৭৬ গড়ে ৮৯৮ রান

রোহিত শর্মাঃ ৪৪.৮৭ গড়ে ৭১৮ রান

অন্যদিকে, আমরা যদি এই বিশ্বকাপের পর বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের কথা বলি, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১৭২০ করে এই তালিকার শীর্ষে রয়েছেন। যেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১৩৬০ করে দ্বিতীয় স্থানে আছেন। তামিম ইকবাল রয়েছেন তিনে। তাঁর সংগ্রহ ১২০৩ রান। ম্যাচের পরে ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানালেন,”এর থেকে ভাল আর কিছু হতে পারে না। আমি দীর্ঘদিন পর মাঠে ফিরে আপ্লুত। অনেক ক্রিকেট ম্যাচ খেলতে হয় আমাদের, সেখানে চোট-আঘাত এসবেরই অঙ্গ। খেলার থেকে দূরে থাকাটা সত্যিই খুব কষ্টের। শুধু রিহ্যাব ও ফিটনেস ট্রেনিং ক্রমশই বোরিং হয়ে ওঠে। ফিজিওর সঙ্গে সময় কাটানোর থেকে ৩৬৫ দিন মাঠে সময় কাটানোটাই প্রধান লক্ষ্য আমাদের কাছে”। শনিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে। এই ম্যাচে জিততে পারলেই সিরিজ জিতবে টিম ইন্ডিয়া।