জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

দীঘায় ভগবানের জালে উঠলো বহুমূল্যের মাছ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

কথায় আছে ভগবান ভরসা। তবে এ ভগবান নর রুপে,এক মৎস্যজীবী। আর তার জালেই ধরা পড়লো বহুমূল্যের মাছ।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় উঠলো ৫৯ মণ বহুমূল্যের গুরজালি মাছ। মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে দীঘায় ভগবান ভুঁয়া মৎস্যজীবীর জালে এক সঙ্গে প্রায় ৫৯ মণ গুরজালি মাছ ধরা পড়ে। যাতে খানিকটা হলেও হতবাক হয়ে গেছেন মৎস্যজীবীরা। লকডাউনের পরিস্থিতির সময় যখন তাদের আর্থিক অবস্থা খারাপ, তখন এই সময় একসঙ্গে এত মাছ পেয়ে কার্যত খুশি মৎস্যজীবীরা। তাদের কথায়, যেখানে ১৫ জন মৎসজীবী কাজ করেন তারা প্রত্যেকে ৫ থেকে ৬ হাজার টাকা করে ভাগ পাবেন। মেঘলা আবহাওয়ার জন্য এই মাছটি পাওয়া গেছে বলে মনে করছেন মৎস্যজীবীরা। তারা বলেন, এই মাছ বাইরে বিক্রি হয়। এক কিলো মাছের দাম ৬০০ থেকে ৭০০ টাকা করে। দীর্ঘ এক মাস ধরে তাদের যে সমস্যা চলছিল তা কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।