জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

মাত্র ৩২ মিনিটে বাজিমাত সিঙ্গাপুর ওপেন ফাইনালে সিন্ধু

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সিন্ধু ম্যাজিক বজায় রইল। সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ ইভেন্টের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। সিঙ্গাপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় বাছাই তথা ভারতের ১ নম্বর শাটলার এদিন দাপুটে জয় পেলেন। জাপানের সায়েনা কায়েমিকে এদিন সিন্ধু কার্যত উড়িয়ে দিলেন । সিন্ধু এদিন ২১-১৫, ২১-৭ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন।
এদিন সহজে মাত্র ৩২ মিনিটে ম্যাচ জিতে নেন অলিম্পিক পদক জয়ী ব্যাডমিন্টন তারকা। এর আগে মোট ২ বার কাওয়াকামির মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। ২০১৭ সালের ইন্ডিয়া ওপেনে সিন্ধু জেতেন ২১-১৬, ২৩-২১ ব্যবধানে। এরপর ২০১৮ সালে চিন ওপেনে কাওয়াকামিকে ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারান সিন্ধু। ফলে সিন্ধু কাওয়াকামির বিরুদ্ধে ফেভারিট হয়েই নামেন । প্রথম গেমে কাওয়াকামি সার্ভ করলেও সিন্ধু ৪-২ ব্যবধানে এগিয়ে যান। তবে এরপর কাওয়াকামিও লড়াই চালিয়ে ঘুরে দাঁড়ান। একটা সময় ৮-১১-এ পিছিয়ে থেকেও ১১-১১ করেন । যদিও সিন্ধু ফিরে আসেন। সিন্ধুও লিড বাড়িয়ে ১৪-১২, ১৬-১৪ অবস্থায় নিয়ে যান। এরপরেও সিন্ধু ক্রমাগত ব্যবধান বাড়িয়ে এগিয়ে যান ১৯-১৪ ব্যবধানে। আর প্রথম গেম তিনি জিতে নেন ২১-১৫ ব্যবধানে

দ্বিতীয় গেমের শুরুতেই সিন্ধু ৪-০ ব্যবধানে এগিয়ে যান। বিরতিতে সেই লিড গিয়ে দাঁড়ায় ১১-৪-এ। সিন্ধুর বিরুদ্ধে দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেননি কাওয়াকামি। ব্যবধান বেড়ে হয় ১৩-৫, ১৭-৫। দ্বিতীয় গেম ২১-৭-এ জিতে প্রথমবারের জন্য সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পৌঁছে যান সিন্ধু । সিন্ধু ফাইনালে উঠলেও খেতাব জিততে পারেন না এই কথা বন্ধ করার সময় এসেছে হায়দ্রাবাদি তারকার কাছে। ২০১০ সালে সিঙ্গাপুর ওপেনে শেষ বার ভারত থেকে সাইনা নেহওয়াল উঠে চ্যাম্পিয়ন হন। সেই রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সিন্ধু।

ফাইনালে সিন্ধু খেলবেন আয়া ওহোরি বনাম ওয়াং জিয়ি ম্যাচে জয়ী প্রতিপক্ষ র বিরুদ্ধে । ওহোরি সেমিফাইনালে উঠেছেন গতকাল সিন্ধু’র সতীর্থ ভারতের সাইনা নেহওয়ালকে হারিয়ে ।
১ ঘণ্টা ৩ মিনিটের লড়াইয়ে সাইনা পরাস্ত হন ১৩-২১, ২১-১৫, ২০-২২ ব্যবধানে।
ছন্দে থাকা প্রণয় হতাশ করেন এ দিন। কোডাই নারায়োকার বিরুদ্ধে প্রথম গেম তিনি জেতেন ২১-১২ ফলে। কিন্তু শেষ দুই গেমে তিনি ছন্দ হারিয়ে ফেলেন। হার মানেন ১৪-২১, ১৮-২১ ফলে। ৬৩ মিনিটের লড়াই শেষে এ বারের মতো বিদায় নেন প্রণয়।