যানজট মুক্ত করতে পুরসভার উদ্যোগে পদযাত্রা কান্দিতে

এনএফবি,মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরকে যানজট মুক্ত করতে কান্দি পুরসভার উদ্যোগে শুক্রবার কান্দি পাখমারা ডোব থেকে শুরু করে কান্দি পুরসভা ভবন পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় ।

এদিনের এই পদযাত্রায় নেতৃত্ব দেন কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ, কান্দি পুরসভার পুর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পুরসভার সহকারি পুর প্রশাসক দেবল দাস প্রমুখ ৷

নিজস্ব চিত্র

এদিনের এই পদযাত্রায় কান্দির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন কান্দির বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা ৷ কান্দির স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এবং কান্দির আইনজীবীদের একটি প্রতিনিধি দল সহ এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও এই পদযাত্রায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন ।