জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

বিপরীতে ইংরাজী বর্ণমালা পাঠ করে রেকর্ড গড়ল একরত্তি

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের বিস্ময় বালিকা আত্রেয়ী ঘোষ। বয়স মাত্র ৫ বছর ১ মাস। আর এই বয়সেই মেধার প্রতিভায় ভাস্বর। মাত্র ২৩ সেকেন্ডে ইংরাজী বর্ণমালার শেষ থেকে প্রথমে অর্থাৎ Reverse order ( Z to A) বলে India Book of Records ২০২২ এ জায়গা করে নিল ছোট্ট আত্রেয়ী। এই বয়সে যখন সবার ABCD শেখার সময়, ব্যতিক্রমী হিসেবে সে তখন গড় গড় করে Reverse Oder এ ইংরাজী বর্ণমালা বলে চলে। আর সেই চমকপ্রদ মেধাকে স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ৷

নিজস্ব চিত্র

এই প্রতিভার পাশাপাশি আত্রেয়ী গান, নাচ, পড়াশুনোতে সমান ভাবে পারদর্শী ৷ বাবা অনিরুদ্ধ ঘোষ, পেশায় পশ্চিমবঙ্গ পুলিশে বর্তমানে পুরুলিয়াতে ডিআইবি অফিসে কর্মরত। মা সমাপ্তি ঘোষের কাছে তার মেয়ের এই ব্যতিক্রমী প্রতিভা ধরা পড়ে। দাদু অরুণ ঘোষ, ঠাকুমা পুষ্প ঘোষ এদের নিয়েই গোয়ালতোড়ের এই ছোট ঘোষ পরিবার । একরত্তি মেয়ের এই সাফল্যে পরিবারে খুশির বাতাবরণ ৷