জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

শেকড়ের সন্ধানে, তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে কি শক্তি বাড়াচ্ছে! উঠছে প্রশ্ন

এনএফবি, কোচবিহারঃ

এবার শেকড়ের সন্ধানে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর ধামে পৌঁছালেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একাংশ ও গবেষণা মূলক কাজের সাথে যুক্ত বিশিষ্ট জনেরা। আজ সকালে মধুপুর ধামে গিয়ে সেখানকার পূজারীর সাথে কথা বলা ছাড়াও সেখানকার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন তাঁরা।
এদিন শেকড়ের সন্ধানের প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ, প্রাক্তন বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মণ, প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মণ এবং কিষান ও ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়াঁ সহ বেশ কয়েকজন নেতৃত্ব।
আপাত দৃষ্টিতে শেকড়ের সন্ধানে অরাজনৈতিক মঞ্চ। মূলত কোচবিহারের ঐতিহাসিক স্থান নিয়ে গবেষণা ও চর্চা এর প্রধান লক্ষ্য বলে দাবি করা হয়েছে। কিন্তু রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে থাকা দলীয় নেতৃত্বরা এক্যবদ্ধ ভাবে এমন অভিনব মঞ্চ গড়ায় এর পিছনে গোষ্ঠী রাজনীতির প্রেক্ষাপট রয়েছে বলেই মনে করা হয়।
পার্থ প্রতিম রায় জেলা সভাপতি হওয়ার পরে পরেই এই মঞ্চ গড়ে ওঠে। এদিন নিয়ে পরপর তিনটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছে ওই মঞ্চের প্রতিনিধিরা। এদিন মধুপর ধামে যাদের দেখা গিয়েছে তাঁরা ছাড়াও এর আগে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া সহ আরও অনেককেই দেখা গিয়েছে ওই মঞ্চে। তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে শেকড়ের সন্ধানে টিম ক্রমশই এক্যবদ্ধ হয়ে উঠছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

YouTube player