জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ক্যারিবিয়ান সিরিজে ইডেনে আছে দর্শক, গুজরাতে নেই

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী রবিবার থেকে শুরু ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। করোনার জন্য ওয়ান ডে সিরিজের সব ম্যাচই হবে আহমেদাবাদের নতুন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু করোনার জন্য দর্শক শূণ্য স্টেডিয়ামে ম্যাচ করার সিদ্ধান্ত নিল গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। এদিন এক বিবৃতিতে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, “করোনা ভাইরাসের বর্তমান অবস্থার জন্য আমরা মাঠে দর্শক ঢোকার অনুমতি দিতে পারছি না। প্রসঙ্গত রবিবারের আহমেদাবাদের প্রথম ওয়ান ডে ভারতের মাটিতে এক হাজার তম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে। সেই কারণে বিসিসিআই কর্তারা বড় ভাবে পরিকল্পনা করে এই ম্যাচকে স্মরণীয় করার চেষ্টা করছে। কিন্তু মাঠে দর্শকরাই এই ম্যাচ দেখা থেকে বঞ্চিত থাকবেন। যদিও মোদীর আহমেদাবাদে দর্শক ঢোকার অনুমতি না থাকলেও কলকাতার ইডেনে তিনটে টি২০ তেই দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক রাখা যাবে। সোমবার নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় এই খবর।রাজ্য সরকার যে ৭৫ শতাংশ দর্শক রাখার অনুমতি দিয়েছে, তার জন্য সরকারকে ধন্যবাদ। ইডেনে দর্শক নিয়ে আমরা ম্যাচ ভালোভাবে আয়োজন করব আশা রাখছি। আমরা নভেম্বরেও নিউজিল্যান্ড ম্যাচ করোনা বিধি মেনে আয়োজন করি। কিন্তু কোনওরকম সমস্যা হয়নি। এবারেও ভালোভাবেই রাজ্য সরকারের নিয়ম মেনেই দর্শক নিয়ে ম্যাচ করব।”

আরও পড়ুনঃ সুভাষকে স্মরণ ইস্টবেঙ্গলের

ইডেনে দর্শক নিয়ে এখনও সংশয় থাকছেই। কারণ, এরপরেই ভারতের মাঠে শ্রীলঙ্কা সিরিজ বোর্ডে কর্তারা কোনওরকম ঝুঁকি নিতে চান না। কারণ ওয়েস্ট ইন্ডিজের পরই আবার শ্রীলঙ্কা সিরিজ রয়েছে। তাই দর্শক রেখে ম্যাচ করতে ঝুঁকি বাড়িয়ে কী লাভ। সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে সিএবি বোর্ডের উপর একটা চাপ সৃষ্টি করেছে। সিএবি সূত্রের খবর, তারা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই বিষয়ে হস্তক্ষেপের কথা বলবেন। আর গুজরাতের থেকে কলকাতার করোনা পরিস্থিতি অনেকটাই ভালো, সেই বিষয়েও জোর দেওয়া হবে। সবমিলিয়ে যে কোনো ভাবেই ইডেনে দর্শক ঢোকাতে মরিয়া সিএবি। এখন অপেক্ষা শুধু সময়ের জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।