পূর্ব মেদিনীপুরে ৯৮ টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের ঘোষণা

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

কোভিড এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। বাংলার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে ৯৮ টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করার কথা জানিয়ে ছিলেন তমলুক স্বাস্থ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। সেই মতো বধুবার জেলার ৯২ টি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। বাকি ৬ টি কিছু দিনের মধ্যে চালু করা হবে বলেও জানান বিভাসবাবু।

এদিন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাখর্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুমরা সু স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বিভাসবাবু। পাশাপাশি জেলার অন্যান্য সু স্বাস্থ্য কেন্দ্রগুলিরও উদ্বোধন হয়। পূর্ব মেদিনীপুর জেলায় ৪০০টি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আগামী তিন বছরে আরও ১৫৫ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। যার মধ্যে ৯৮ টি চালু হলো । বাকিগুলো ধাপে ধাপে করা হবে। সেই সাথে জেলার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে আরও উন্নততর করা হবে। এবার থেকে বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সাধারণ মানুষ। পাশাপাশি সুস্বাস্থ্য কেন্দ্র গুলোতে টেলিমেডিসিন পরিষেবাও চালু হচ্ছে। ফলে আর দূরে যেতে হবে না ঘরের কাছেই ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু হলে কর্মচারিদেরও সুবিধে হবে। একসাথে বহু মানুষ জমায়েত হবে না। ফলে আক্রান্ত হওয়া অনেকটাই কম হবে। সু স্বাস্থ্য কেন্দ্রগুলি চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র