জুলাই 8, 2024
Latest:
জেলা

হিলিতে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কর্মশালার উদ্বোধন

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লঙ লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্ট এবং উজ্জীবন সোসাইটির যৌথ উদ্যোগে দুদিনের বিপর্যয় মোকাবিলার উপর ‘ইনটেনসিভ আউটরিচ এক্সটেনশন প্রোগ্রাম অন ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর একটি কর্মশালার উদ্বোধন করা হল আজ হিলি ব্লকের তিওড়ে ।

বিপর্যয় মোকাবিলার এই দুদিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার সমাজ কল্যাণ আধিকারিক স্বর্ণেন্দু মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন হিলি থানার আইসি মাননীয় গণেশ শর্মা, হিলি গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রুদ্রাংশু মজুমদার,হিলি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিষাদ আলী, হিলি কলেজের অধ্যাপক অভিজিৎ সরকার, তিওড় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিতা বিশ্বাস, তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলেখা চক্রবর্তী, হিলি পলিটেকনিক কলেজের অধ্যাপক আবিষ্কার সরকার, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ লাহা, নারায়ণ ভট্টাচর্য্য, সুশান্ত দাস, অজিত সরকার সহ আরো অনেক। দুদিনের এই কর্মশালা কো অর্ডিনেট করছেন ড. সিদ্ধার্থ শঙ্কর লাহা, অধ্যাপক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লঙ লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্ট।

উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ বলেন এলাকার যুবক যুবতীদের মধ্যে বিপর্যয় মোকাবিলার উপর সচেতনতা বাড়ানোর জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উজ্জীবন সোসাইটির যৌথ উদ্যোগে। দুদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন জ্যোতি বিকাশ দত্ত সহ বিশিষ্টজনেরা ।

আরও পড়ুনঃ রাজ্যপালের অপসারণের দাবিতে মামলা খারিজ আদালতের