জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

আয়বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত কার্যালয়ে পানীয়জলের প্লান্ট উদ্বোধন

এনএফবি, আলিপুরদুয়ারঃ

গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল বৃদ্ধি করার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৈরি করা হয়েছে পরিশ্রুত পানীয় জলের প্লান্ট।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোমবার ওই প্লান্টের শুভ উদ্বোধন করা হয়।

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে এই পরিশ্রুত পানীয় জলের প্লান্টটি তৈরি করা হয়েছে। এই প্লান্টের আয় থেকে গ্রাম পঞ্চায়েতকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল। তিনি জানান, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় একটি এজেন্সিকে বরাত দেওয়া হয়েছে। সেখান থেকে যা আয় হবে সেটা গ্রাম পঞ্চায়েতের তহবিলে জমা হবে। ওই এজেন্সি এই প্লান্ট থেকে পরিশ্রুত পানীয় জল বোতল বা ড্রাম বন্দী করে বিভিন্ন এলাকায় পৌঁছে দেবে বলে জানা যায়। এই ধরণের প্লান্ট তৈরি করে গ্রাম পঞ্চায়েতকে স্বাবলম্বী করা ও তহবিল বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে জানান জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল।

নিজস্ব চিত্র