এনএফবি, নিউজ ডেস্কঃ
ভারতীয় সামরিক বাহিনী অপসারণের দাবিতে প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের নেতৃত্বে মালদ্বীপ জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রচার অভিযান। সে দেশের বিরোধীদল প্রগতিশীল কংগ্রেস জোটের সহযোগিতায় এই ‘ইন্ডিয়া আউট’ স্লোগান তুলে এই অভিযান ব্যাপক সাড়া জাগিয়েছে।
জানা গেছে, বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের শাসনকালে মালদ্বীপে ক্রমবর্ধমান ভারতীয় সামরিক উপস্থিতির প্রতিবাদে সাধারণ নাগরিকদের একটি গ্রুপ থেকে এই প্রচারের সূচনা হয়। সেই প্রচারের হাওয়া জোরদার হয় আবদুল্লাহ ইয়ামিন এই অভিযানে অংশ নেওয়ায়।
‘ইন্ডিয়া আউট’ প্রচারের সমর্থকরা ভারতীয় সামরিক বাহিনীকে দখলদার আখ্যা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মিছিল করে জন সমর্থন আদায়ের চেষ্টা করছে। যদিও মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আন্দোলনটি কিছু ব্যক্তির ভুল বোঝার ফল।