জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

এনএফবি,স্পোর্টস ডেস্কঃ

সম্মানরক্ষার ম্যাচে অন্তত যেন জিততে পারে জিম্বাবোয়ে, এমনই চেষ্টা করেছিলেন দলের তারকা ব্যাটার সিকন্দর রাজা। ৮৮ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে দুর্ধর্ষ একটি শতরান। কিন্তু, ভাগ্যের ফের বদলাতে পারলেন না তিনি। শেষপর্যন্ত তৃতীয় একদিনের ম্যাচে ১৩ রানে জয়লাভ করেছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের হয়ে তিন উইকেট শিকার করেন আভেশ খান। এছাড়া দুটো করে উইকেট নেন দীপক চাহার, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল। এছাড়া একটি উইকেট নেন শার্দূল ঠাকুর।

অন্যদিকে জিম্বাবোয়ের হয়ে সিকন্দর রাজা ছাড়া সিন উইলিয়ামস ৪৫ রান করেন। আর বাকিরা সেভাবে দাগ কাটতে পারেননি। সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ২৮৯ রান করেছিল। ওপেনিং জুটিতে ভারত ৬৩ রানের পারফরম্যান্স গড়ে তোলে। কেএল রাহুল (৩০) এবং শিখর ধাওয়ান (৪০) শুরুটা বেশ ভালোই করেছিলেন। ধাওয়ান যখন ফিরে গেলেন তখন ভারতের স্কোর ছিল ৮৪-২। ওই জায়গা থেকে ঈশান কিষান এবং শুভমন গিল বিপক্ষের বোলারদের পিটাতে শুরু করেন। তাঁদের মধ্যে গড়ে ওঠে ১৪০ রানের পার্টনারশিপ।এই পার্টনারশিপ ভাঙার পর জিম্বাবোয়ে কিছুটা হলেও এই ম্যাচে কামব্যাক করতে পেরেছিল। এরপর মাত্র ৬৫ রানের মধ্যেই ভারতের পাঁচটা উইকেট পড়ে যায়। শেষপর্যন্ত ব্র্যাড ইভানসের পারফরম্যান্স যথেষ্ট উজ্জ্বল হয়ে ওঠে এবং তিনি ৫৪ রানে পাঁচ উইকেট শিকার করে নেন।