জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ভারতের কাছে টানটান ম্যাচে ধরাশায়ী বাংলাদেশ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টানটান ম্যাচে বাংলাদেশকে ডাকওয়ার্থ লুইস নিয়মে পাঁচ রানে হারাল টিম ইন্ডিয়া! ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি। পৌঁছে গেলেন টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহকদের শীর্ষে।

এদিনও ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা (৮ বলে ২)। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে রানে ফিরলেন কে এল রাহুল (৩২ বলে ৫০)। এরপর বিরাট (৪৪ বলে ৬৪ অপরাজিত), সূর্যকুমার যাদব (১৬ বলে ৩০) ও রবিচন্দ্রন অশ্বিন (৬ বলে ১৩ অপরাজিত) দলকে ছ’উইকেটে ১৮৪ রানে পৌঁছে দেন।

লিটন দাসের মারমুখী ইনিংসের (২৭ বলে ৬০) সুবাদে সাত ওভারেই ৬৬ রান তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপরেই নামে বৃষ্টি। খেই হারায় বাংলাদেশ। ডি এল এস অনুযায়ী তাদের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। কিন্তু রাহুলের চোখধাঁধানো থ্রোয়ে লিটন রান আউট হওয়ার পর নাজমুল হাসান (২৫ বলে ২১), শাকিব আল হাসান (১২ বলে ১৩), নুরুল হাসানরা (১৪ বলে ২৫ অপরাজিত) দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। ১৬ ওভার শেষে ছ’উইকেটে ১৪৫ রান তোলে পদ্মাপাড়ের বাঙালিরা।

চার ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ‘বি’-এর শীর্ষে টিম ইন্ডিয়া৷ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারালেই শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে রোহিতদের। এদিন অবশ্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে বড় ধাক্কা খেয়েছে জিম্বাবোয়ে।