অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে একপেশেভাবে ১০ উইকেটে জিতল টিম ইন্ডিয়া।
অক্ষর পটেল (৩/২৪), দীপক চাহর (৩/২৭) ও প্রসিধ কৃষ্ণর (৩/৫০) আগ্রাসী বোলিংয়ের সামনে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। একসময় ১১০/৮ হয়ে গিয়েছিল তাদের স্কোর। প্রথম আট ব্যাটারের মধ্যে অধিনায়ক রেগিস চাকাবভা (৩৫) ছাড়া কেউ কুড়ির কোঠায় পৌঁছতে পারেননি। নবম উইকেটে রিচার্ড এনগারাভা (৩৪) ও ব্র্যাড ইভান্স (৩৩ অপরাজিত) ৭০ রান যোগ করে দলকে অপেক্ষাকৃত ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। তবুও ৪০.৩ ওভারের বেশি স্থায়ী হয়নি জিম্বাবুয়ের ইনিংস।
১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে কোনও সুযোগই দেননি শুভমান গিল (৭২ বলে ৮২ অপরাজিত) ও শিখর ধাওয়ান (১১৩ বলে ৮১ অপরাজিত)। ৩০.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।