জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেওয়া উচিত, বলছেন গিলক্রিস্ট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় ক্রিকেটারদের কোনো বিদেশি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র দেয় না বিসিসিআই। এবার এই বিষয়ে মুখ খুললেন বিশ্বকাপ জয়ী ও আইপিএল জয়ী অস্ট্রেলিয়ান উইকেটকিপার আড্যাম গিলকিষ্ট। এদিন তিনি জানালেন,”আমি ৬ মরশুম আইপিএলে খেলেছি। এটা সত্যি ওই সময়টা আমার কেরিয়ারের সেরা সময় ছিল। আমি আইপিএল নিয়ে যা বলেছি, সেটি অবশ্যই তাদের বিরুদ্ধে বলিনি। আইপিএল বিশ্বের সেরা টি-২০ লিগ। তবে আমার বক্তব্য আইপিএলের পাশাপাশি অন্য লিগগুলোর উন্নতিতেও সাহায্য করা উচিত। ভারতীয় ক্রিকেটাররা সবাই যদি বিদেশি টি-২০ লিগে খেলতে পারত, সেটি দারুণ হত! আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে খেললে আইপিএলের বাণিজ্যিক মূল্য কোনওভাবেই ক্ষুণ্ন হবে না। বরং যদি অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার লিগে খেলে, তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বাড়বে। আমি আইপিএলের বিপক্ষে নই। সমালোচনাও করিনি। কিন্তু একটা জিনিস বলি ভারতীয় ক্রিকেটাররা কেন বিগ ব্যাশ বা অন্যান্য টি-২০ লিগে খেলতে যাবে না? যেখানে অন্য লিগগুলো ভারত ছাড়া পৃথিবীর সব দেশের ক্রিকেটারদের নিতে পারে।”