জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

আট গোলে জয় ভারতীয় মহিলারা, মহামেডান মাঠ ঘুরলেন আইএফএ কর্তারা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বড় ব্যাবধানের জয় দিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অভিযান শুরু করল বাংলার মহিলা ফুটবল দল। বুধবার অসমের দিমাকুচি স্টেডিয়ামে রাজস্থানকে ৮-০ গোলে হারাল বাংলা। রিম্পা হালদার হ্যাটট্রিক করেন।
এদিন ম্যালচের শুরু থেকেই বাংলা ছিল আক্রমণাত্মক। দুর্বল রাজস্থান দলের ফুটবলাররা কোনও সময়ের জন্য ম্যাচ নিজেদের দখলে রাখতে পারেনি।
এবারের কন্যাশ্রী কাপে সবাইকে চমকে দিয়েছিলেন পলাশিপাড়ার হাঁসপুকুরিয়া গ্রামের রিম্পা। তার অসাধারণ পারফরমেন্সের জন্য বাংলার কোচ ভ্রমর দত্ত দেবনাথের নজর ছিল রিম্পার উপরে। বাংলা দলের অধিনায়ক হিসেবে রিম্পাকে বেছে নিয়েছেন অনূর্ধ্ব-১৭ বাংলা দলের কোচ ভ্রমর। রিম্পা এদিন তিন-তিনটি গোল করলেন। বাংলার হয়ে সোনালী সোরেন দুটি এবং রিনা বর্মন,সুলাঞ্জনা রাউল ও সারজিদা খাতুন একটি করে গোল করেন। ম্যাচের সেরা হয়েছেন রিম্পা হালদার।
কিছুদিন আগেই বাংলার মহিলা জুনিয়র দলকে স্পনসর করে সেনকো গোল্ড। বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার পর ‘সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস’এর ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেন জানিয়েছিলেন,”আমরা বরাবরই ফুটবলের সমর্থক। আইএফএ-এর সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। আশাকরি আইএফএ-এর সঙ্গে দীর্ঘদিন এক সঙ্গে ফুটবল নিয়ে কাজ করতে পারব।” সেনকোর ডিরেক্টর জয়িতা সেন জানিয়েছেন,”আইএফএ -এর মত সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। একই সঙ্গে মহিলা ফুটবল দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশাকরি ট্রফি নিয়েই ঘরে ফিরবে মেয়েরা।” আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত জানিয়েছিলেন,”সেনকো গোল্ড একটা ব্র্যান্ড। আমরা খুবই খুশি যে তাঁরা আমাদের মহিলা ফুটবল দলকে স্পনসর করছেন”।

নিজস্ব চিত্র


সন্তোষ ট্রফির জন্য সিনিয়র বাংলা দল স্পনসরহীন হয়ে কেরল যেতে হয়েছিল। সেখানে প্রচারের বাইরে থাকা অনূর্ধ্ব–১৭ বাংলা মহিলা দলের জন্য সেনকো গোল্ডের স্পনসর হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে কলকাতা লিগ করতে তৎপর আইএফএ কর্তারা। এদিন নতুন সচিব অনির্বাণ দত্ত নতুন দুই সহ সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সৌরভ পালকে নিয়ে মাঠ পরিদর্শন করতে বের হন। প্রথমেই তারা যান মহামেডান ক্লাবে। তারা ঘুরে দেখেন মাঠ। যদিও মহামেডানের মাঠ সমস্যা দীর্ঘদিনের।
তবে সাদা কালো কর্তারা বরাবরের মত আইএফএ কর্তাদের আশ্বাস দেন যে লিগের আগে তাঁদের মাঠ পুরো ঠিক হয়ে যাবে।