জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রাহুলের ব্যাটে লড়াই ভারতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

লোকেশ রাহুলের শতরানে ভর করে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে অনেকটা এগিয়ে গেল ভারত। এদিন টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভারতের স্কোর ছিল ৮৩। দ্বিতীয় সেশনের শেষে চা বিরতিতে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫৭। ময়াঙ্ক আগরওয়াল ৬০ রান করে লুঙ্গি এনগিডির বলে লেগ বিফোর হন। আম্পায়ার মারাইস এরাসমাস আউট না দিলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। বল ট্র্যাকিং টেকনোলজির জন্য কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় বল উইকেটেই লাগছে। ওপেনিং জুটিতে ৪০.২ ওভারে ওঠে ১১৭। যদিও মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নে ফেরেন ময়াঙ্ক। পরের বলেই পূজারা আউট হন শূন্য রানে। বিরাট কোহলি ৩৫ রানের বেশি করতে পারেননি এদিন। এদিন আটটি চারের সাহায্যে ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন রাহানে। লোকেশ রাহুল অপরাজিত রইলেন ২৪৮ বলে ১২২ রান করে। ভারতের রান তিন উইকেটে ২৭২।