জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ভারতের সম্ভাব্য নতুন বোলিং কোচ আগরকার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় দলের নতুন বোলিং কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় পেস বোলার অজিত আগরকার। এমনই কথা জানা যাচ্ছে। যদিও ভারতীয় বোর্ডের তরফে অবশ্য এমন কোনও কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। সূত্রের খবর ভারতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার নাকি পরেশ মাম্বরের জায়গায় অজিত আগরকারকে বোলিং হিসাবে চাইছেন। সেই বিষয়ে কোচ রাহুল দ্রাবিড়কেও প্রস্তাব দিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার। যদিও দ্রাবিড়ের সহকারী হিসেবে দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন বর্তমান ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে। তাই দ্রাবিড় এখনও হ্যাঁ বা না কিছুই জানাননি। সেই ক্রিকেটারের নাম এখনও জানা যায়নি। তবে আসন্ন একদিনের ক্রিকেটের বোলিং কোচ হিসাবে হঠাত্ই আগরকারের নাম নাকি বলেছেন সেই অভিজ্ঞ ক্রিকেটার। আর আগরকার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দুজনেরই ঘনিষ্ট। সেই কারণে মুম্বইকর আগরকার অনেকটা এগিয়ে ভারতের নতুন বোলিং কোচ হিসেবে।

গত বছর টি২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। এনসিএ-তে তাঁরই বোলিং কোচ পরশ মাম্বরে ভারতীয় দলের বোলিং কোচ নিযুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত নতুন কোচের স্টাফের তত্ত্বাবধানে তিনটি দেশের বিরুদ্ধে সিরিজ খেলেছে ভারত। এরইমধ্যে নতুন বোলিং কোচ নিয়োগের কথা শোনা যেতে শুরু করেছে। যদিও কোন ক্রিকেটার এই কথা বলেছেন তা অবশ্য জানা যায়নি, তবে আগরকারকেই বোলিং কোচ হিসাবে চাইছেন তিনি। নাম জানা না গেলেও এটুকু জানা যাচ্ছে যে সেই অভিজ্ঞ ভারতীয় দলের তারকা কিন্তু যে কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। তাহলে কি মুম্বইয়ের ক্রিকেটার খোদ অধিনায়ক রোহিত শর্মা সেই ক্রিকেটার!যদিও বোর্ড কী করবে, তা তো তারাই জানেন। তবে আগরকারকে নিয়ে কিন্তু এখন থেকেই বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছে।
অজিত আগরকারকে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে চাইছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
কয়েকদিন আগেই অজিত আগরকরকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছিল। ভারতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে ছিলেন এই প্রাক্তন তারকা। যদিও শেষ পর্যন্ত তিনি প্রধান নির্বাচক হতে পারেননি। তাঁর জায়গায় চেতন শর্মাকেই প্রদান নির্বাচক হিসাবে বেছে নিয়েছিলেন বোর্ড কর্তারা। কিন্তু এবার আগরকারের নাম উঠতে শুরু করেছে ভারতীয় দলের বোলিং কোচ হওয়া নিয়ে।
আগামী ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচের পদে রয়েছেন রাহুল দ্রাবিড়। কিন্তু পরশ মাম্বরের সঙ্গে কত বছর অবধি চুক্তি সেটা প্রকাশ্যে আসেনি এখনও। তাই বিশ্বকাপ পর্যন্ত ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে বোলিং করারনোর কথা শোনা গিয়েছে অভিজ্ঞ ক্রিকেটারের মুখে। ভারতীয় দলের বোলিং লাইনআপকে আরও মজবুত করার জন্য মাম্বরের পরিবর্তে আগরকরকে চেয়েছেন সেই অভিজ্ঞ ক্রিকেটার।
ভারতীয় দলের হয়ে অজিত আগরকারের রয়েছে বহু সাফল্য। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত আগরকরের দীর্ঘ কেরিয়ারে রয়েছে বহু সাফল্য। খেলেছেন ২৮টি টেস্ট এবং ১৯১ টি একদিনের ক্রিকেট। এছাড়াও ভারতীয় দলের হয়ে ৪টি টি টোয়েন্টিও খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে রয়েছে ৫৮টি উইকেট। একদিনের ক্রিকেটে আগরকারের শিকার ২৮৮টি উইকেট।
এই সমস্ত কিছু বিচার করেই আগরকারের হয়ে সওয়াল করেছেন ভারতীয় দলের সেই তারকা ক্রিকেটার। যদিও কোন ক্রিকেটার এই দাবী করেছেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আগরকারকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। এখন দেখার অজিত আগরকারকে ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে দেখা যায় কিনা!

আরও পড়ুনঃ ঋদ্ধি ইস্যুতে মুখ খুলল সিএবি