জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

এশিয়ান কাপে ভারতের প্রাথমিক দল ঘোষণা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী বছরের এশিয়ান কাপের বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডের জন্য ৪১ জনের সম্ভাব্য খেলোয়াড়কে বেছে নিলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ। জুনে বাছাই পর্বের যে ম্যাচগুলি হওয়ার কথা কলকাতায়, সেই ম্যাচগুলির জন্য এই সম্ভাব্য দল ঘোষণা করলেন তিনি।
এই খেলোয়াড়দের ২৩ এপ্রিল বেলারিতে একত্র হতে বলা হয়েছে এবং ওখানেই ভারতীয় দলের প্রস্তুতি শিবির হবে। যা চলবে ৮ মে পর্যন্ত। ওখান থেকে দলের খেলোয়াড়রা কলকাতায় যাবেন এবং সেখানেই হবে প্রস্তুতি শিবিরের দ্বিতীয় পর্ব।
যে দুই ক্লাব এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে অংশ নিচ্ছে, সেই মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা যখন ক্লাবের খেলা থাকবে না, তখন শিবিরে যোগ দেবেন। বাংলার চার ফুটবলার এই তালিকায় রয়েছেন। প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদার ও রহিম আলি। এটিকে মোহনবাগানের সাত সদস্য অমরিন্দর সিং, প্রীতম কোটাল, শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গন, আশুতোষ মেহতা, মনবীর সিং ও লিস্টন কোলাসো এই সম্ভাব্য তালিকায় রয়েছেন। এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ডি-র খেলাগুলি হবে কলকাতায়। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে হংকং, আফগানিস্তান ও কম্বোডিয়া। এরা প্রত্যেকেই ফিফা ক্রমতালিকায় ভারতের নীচে রয়েছে। জুনের ৮, ১১ ও ১৪ তারিখে এই ম্যাচগুলি হওয়ার কথা কলকাতায়। তার এক বছর পরে ২০২৩-এর ১৬ জুন থেকে চিনে আগামী এএফসি এশিয়ান কাপ হওয়ার কথা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ছ’টি গ্রুপের জয়ীরা যেমন মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তেমনই দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে সেরা পাঁচটি দলকে মূলপর্বে খেলার ছাড়পত্র দেওয়া হবে। ভারত টানা দ্বিতীয়বারের জন্য এই টুর্নামেন্টের মূলপর্বে যোগ্যতা অর্জন করার লক্ষ্য নিয়ে নামবে।


৪১ জনের সম্ভাব্য তালিকা নীচে দেওয়া হলঃ

গোলকিপার- গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ, টিপি রেহনেশ।
ডিফেন্ডার- প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, চিঙলেনসানা সিং, রাহুল ভেকে, শুভাশিস বসু, আশিস রাই, সন্দেশ ঝিঙ্গন, নরেন্দর গেহলট, আনোয়ার আলি, আকাশ মিশ্র ও রোশন সিং, হরমিপম রুইভা, হরমনজ্যোৎ সিং খাবরা।
মিডফিল্ডার- উদান্ত সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালেংমাউইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জিকসন সিং, গ্ল্যান মার্টিন্স, মহম্মদ ইয়াসির, বিক্রম প্রতাপ সিং, প্রণয় হালদার, ভিপি সুহের, আশিক কুরুনিয়ান, লালিয়ানজুয়ালা ছাঙতে, বিপিন সিং, সুরেশ সিং, ঋত্বিক দাস, লালথাথাঙ্গা খলহৃং, রাহুল কেপি, লিস্টন কোলাসো।
ফরোয়ার্ড- মনবীর সিং, রহিম আলি, ইশান পন্ডিতা ও সুনীল ছেত্রী।