জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

মঙ্গলবার যুবভারতীতে ভারতের টার্গেট শুধু গোলের মুখ খোলা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে বুধবার রাতে ৮.৩০ মিনিটে কম্বোডিয়ার বিরুদ্ধে নামবে ভারতীয় ফুটবল দল। ফিফা রাঙ্কিংয়ে ভারতের থেকে অনেক পিছিয়ে এই দল। তবুও তাঁদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের সুর টিম ইন্ডিয়ার। আর তিন বছর পরে যুবভারতীতে নামার আগে কলকাতার দর্শকরাই হাতিয়ার ভারতীয় কোচ ইগর স্টিমাচের। তিনি জানালেন “আমরা আশা করছি ফুটবল প্রেমীরা গ্যালারি ভরাবে । আমাদের উদ্দেশ্য হল শুরু থেকে আক্রমণ নির্ভর ফুটবল খেলা । আমাদের খেলায় আরও নিয়ন্ত্রণ দরকার।” সুনীল ছাড়া ভারতীয় দলে গোল করার লোক নেই এই প্রশ্নর উত্তরে স্টিমাচ জানালেন,” কোচ হিসেবে আমার কাছে কে গোল করল সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে আমাদের স্কোর করা গুরুত্বপূর্ণ। আমাদের মেনে নিতে হবে যে আমাদের সাম্প্রতিক সময়ে বাহরাইন, বেলারুশ এবং জর্ডনের বিরুদ্ধে আমরা খারাপ ফুটবল খেলেছি । আমরা অনেক সুযোগ মিস করি। এবার আমাদের টার্গেট থাকবে গোলের মুখটা খোলা। ওরা আমাদের ব্যর্থতা কাজে লাগায়।” ইগর আরও বলেন “আমাদের তরুণ খেলোয়াড়দের আমরা আরও সুযোগ দিতে চাই। ওদের কাছে এই টুর্নামেন্ট নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। আমরা এই গ্রুপে ফেভারিট। আশানরুপ ফুটবলটাই খেলতে হবে।” সম্ভবত ভারত ৫-৩-২ ফরম্যাটে নামতে পারে। একইসঙ্গে বহুদিন পরে ভারতীয় দলে কামব্যাক হচ্ছে ভারতের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের। চোটের কারণে বহুদিন ভারতীয় দলের বাইরে ছিলেন সন্দেশ। তিনি কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলন করতে এসে জানালেন,এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন আমাদের একমাত্র টার্গেট । আমাদের মানসিকতা এমন হওয়া দরকার যে ভারত এশিয়ান কাপে থাকবে। আমরা আত্মবিশ্বাসী কোয়ালিফাই করার ব্যাপারে। নিজের চোট থেকে ফিরে আসার প্রসঙ্গ নিয়ে সন্দেশ জানালেন,” আমি সম্পূর্ণ ফিট কোনো অসুবিধা নেই। দলের স্বার্থে নিজের সেরাটা দেব। আধুনিক ফুটবলে ডিফেন্ডাররা শুধু গোল সামলাবে এই মানসিকতা সরে গেছে। আমি দরকারে গোল করতে চাই। কারণ গোলই দিনের শেষে ম্যাচ জেতাতে ভূমিকা নেয়।”