জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

বর্ষসেরা টেস্ট দলে ভারতের তিন, অধিনায়ক উইলিয়ামসন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০২১ সালের বর্ষসেরা টি-২০ ও একদিনের দলে কোনও ভারতীয় ক্রিকেটার সুযোগ পাননি। কিন্তু বছরভর টেস্ট ক্রিকেটে দুরন্ত খেলার পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার তিন ক্রিকেটার। বর্ষসেরা টেস্ট দলে ভারত প্রতিনিধি ওপেনার রোহিত শর্মা , উইকেটকিপার ঋষভ পন্থ ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। জায়গা হয়নি বিরাট কোহলির। বিশ্ব একদাশের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের তিন ক্রিকেটারের পাশাপাশি পাকিস্তান থেকেও আছেন তিন ক্রিকেটার। নিউজিল্যান্ডের দুই এবং অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। বর্ষসেরা বিশ্ব টেস্ট একাদশঃ দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, অধিনায়ক), মার্নস লাবুসেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্থ (ভারত), রবিচন্দ্র অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), শাহিন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান)