জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

কমনওয়েলথে ফের সোনা ভারতের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বার্মিংহ্যামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের গোটাটাই ছেয়েছিলেন মীরাবাঈ চানু, সংঙ্কেত, গুরুরাজরা। রুপোর পদকে দিনটা শেষ করেন বিন্দিয়ারানি দেবী। তৃতীয় দিনেও শুরুটাও হল ভারোত্তোলকদের সাফল্য দিয়ে। নজরে ছিলেন জেরেমি লালরিননুনগা। ছেলেদের ৬৭ কেজির ফাইনালে ভারতীয় ভারোত্তোলক মধ্যে ছিলেন একমাত্র জেরেমি। চানু, সংঙ্কেত, বিন্দিয়ারানি দেবীদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন ১৯ বছরের ভারোত্তোলক। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় হাত ধরে। সঙ্গে সোনার পদক। সোনার দৌড়ে নেমে কনুইয়ে আঘাত পেয়েছেন তিনি। এই নিয়ে তিনদিনে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এল দুটি সোনা। রয়েছে দুটি রুপো একটি ব্রোঞ্জ পদক। পাঁচটি মেডেলই এল দেশের ভারোত্তোলকদের ঝুলিতে। যুব অলিম্পিকে সোনার পদক জয় করেছিলেন জেরেমি। এবার তিনি কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন। প্রথম প্রচেষ্টাতেই তিনি ইতিহাস বইয়ে জায়গা করে নিলেন। স্ন্যাচ বিভাগের প্রথম প্রচেষ্টায় তিনি ১৩৬ কিলোগ্রাম ওজন তুলেছিলেন। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১৪০ কিলোগ্রাম ওজন তুলেছেন। এটা অবশ্যই একটি অনন্য রেকর্ড। তবে তৃতীয় প্রচেষ্টায় তিনি আর ১৪৩ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হন। এরপর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে প্রথম প্রচেষ্টায় ১৫৪ কিলোগ্রাম ওজন তুলেছেন তিনি। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১৬০ কিলোগ্রাম ওজন তোলেন। ইতিমধ্যে তিনি পিঠ এবং কনুইয়ের চোটে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান। আর সেকারণেই তৃতীয় প্রচেষ্টায় তিনি ব্যর্থ হন। এই ইভেন্টে রুপোর পদক জয় করেছেন সমোনের ভাইপাভা অয়নে। তিনি মোট ২৯৩ কিলোগ্রাম ওজন তুলেছেন। অন্যদিকে নাইজেরিয়ার এডিডিয়ং জোসেফ ২৯০ কিলোগ্রাম ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করে নিয়েছেন।