জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর, প্রতিবাদে পথ অবরোধ তপনে

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

আবগারি দফতরের নামে অভিযোগ তুলে পথ অবরোধ করল গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের লস্কর হাট এলাকায় ৷ তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ দেখানো হয় ।

জানা যায়, আবগারি দফতরের কিছু কর্মী মদনাহার গ্রামে আদিবাসীদের বাড়িতে যায় চোলাই মদের ঘাঁটি বন্ধ করার উদ্দেশ্যে ৷ কিন্তু বাড়িতে কাউকে চোলাই মদ তৈরী করতে দেখতে না পেয়ে বেপরোয়া ভাবে ভাঙচুর চালায় ৷ আবগারি দফতরের এই ভাঙচুর চলাকালীন ১৩ বছরের শিশু কন্যার পা ভেঙে যায়।

রাতের অন্ধকারে গ্রামে আদিবাসিদের বাড়িতে অন্যায় ভাবে অত্যাচার ও পা ভেঙে যাওয়া শিশুটির চিকিৎসার খরচের দাবিতে দীর্ঘক্ষণ এদিন অবরোধ চলে ৷ অবশেষে তপন থানার পুলিশ বিষয়টি নিয়ে আবগারি দফতরের উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ৷