এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে পার্থেনিয়াম গাছ বৃদ্ধি পেয়েছে। এই গাছ থেকে ওয়ার্ডের বাসিন্দাদের বাঁচাতে বিভিন্ন সময় কাউন্সিলরের কাছে আবেদন জানিয়েছিলেন ওয়ার্ডের বাসিন্দারা। কাউন্সিলর সেই আবেদন খতিয়ে দেখে আজ নিজেই পার্থেনিয়াম নির্মূলের কাজে নেমে পড়েন।
এদিন, ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী পার্থেনিয়াম নির্মূলের কাজ শুরু করেন। সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন কোনায় কোনায় গিয়ে ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ নির্মূলকরণের কাজ সারেন কর্মীদের সঙ্গে নিয়ে। ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ নির্মূলের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওয়ার্ডের বাসিন্দারাও।