জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

জলপাইগুড়ির পুজো মন্ডপে সানাই বাঁশির সুরে মুখরিত হওয়ার উদ্যোগ

এনএফবি, জলপাইগুড়িঃ

স্মার্টফোনের যুগে প্রায় লুপ্ত সানাই বাঁশি ৷ তবে জলপাইগুড়ি শহরে ফিরে আসতে চলেছে সানাই বাঁশির কদর । এবার জলপাই গুড়ির কয়েকটি পুজো মণ্ডপে এই সানাই বাঁশির সুরে মুখরিত হওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । শহর ছেড়ে গ্রাম বাংলার শিল্পীরা এবার এই ধরণের লুপ্তপ্রায় সানাই বাঁশির সুরে মন মাতাবে পুজো মন্ডপগুলোতে ।

জানা গেছে ,দেয়ানগঞ্জের থেকে এসে বিভিন্ন পুজো মন্ডপে সানাই বাঁশি বাজাবেন দুই শিল্পী। যদিও এইবার করোনার চোখ রাঙানি একেবারেই নেই তাই কাজের সুযোগ ভালোই রয়েছে বলে ব জানিয়েছেন এই বাদ্যশিল্পী রা। এখন আধুনিক বাদ্যযন্ত্র থাকলেও এই ধরণের বাঁশির সুরে মেতে উঠতে চায় শহরের অনেক কয়েকটি ক্লাবই । তাই কাজ পেয়ে খুশি শিল্পীরাও।