জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

দেওগাঁওতে পুরাতন কালভার্ট ভেঙে নতুন কালভার্ট তৈরির উদ্যোগ

এনএফবি, আলিপুরদুয়ারঃ

অবশেষে রাঙ্গালিবাজনা ফালাকাটা রোডের ভাঙ্গারপারে বিপজ্জনক  কালভার্টটি ভেঙে ফেলার কাজ শুরু করা হল। দেওগাঁও গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, কালভার্টটি ভেঙে নতুন করে কালভার্ট তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, রাঙ্গলিবাজনা ফালাকাটা রোড পুনর্নির্মাণের সময় কালভার্টটি তৈরি করা হয়। কিন্তু পরের বছরই বেহাল হয়ে পড়ে সেটি। হেলে গিয়ে বিপজ্জনক  অবস্থার সৃষ্টি হয়। এতে যে কোনো মুহূর্তেই  দুর্ঘটনার আশঙ্কা ছিল। রাঙ্গালিবাজনা থেকে পাঁচ মাইল হয়ে ফালাকাটা পর্যন্ত প্রচুর যানবাহন চলাচল করে। ফলে কালভার্টটি নিয়ে এলাকায় ক্ষোভ চরমে ওঠে। গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, ফালাকাটা ব্লক প্রশাসনের মাধ্যমে বিষয়টি একাধিকবার জেলা প্রশাসনের নজরে আনা হয়। চলতি বছর কালভার্ট তৈরীর টাকা বরাদ্দ করা হয়। রবিবার থেকে কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা এবং পরিবহন কর্মীরা।