জুলাই 5, 2024
Latest:
জেলা

মাছেদের রোগমুক্ত রাগতে ভ্যাকসিনেশনের উদ্যোগ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

ওড়িশার ভুবনেশ্বরের কেন্দ্রীয় মিঠাজল গবেষণা কেন্দ্রের গবেষক মৃণাল সামন্ত এক যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তা হল মাছের ওপর ভ্যাকসিনেশনের উদ্যোগ।

এদিন পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের মাছ চাষিদের হ্যাঁচারিতে উপস্থিত হয় ওই গবেষক। সেখানে ‘শিখা ব্রুট ভ্যাট’ নামে এক ধরণের ভ্যাকসিন তৈরি করে বিভিন্ন প্রকার মাছের ওপর প্রয়োগ করা হয় ৷ যা মাছের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং মাছকে রোগ মুক্ত রাখবে। রুই কাতলা, মৃগেল ছাড়াও মাগুর, শিঙি মাছেও ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এমন পদ্ধতি ব্যবহারে মাছ চাষে লাভবান হবে মাছ চাষিরা বলে জানিয়েছেন এগরা-১ ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসার সুমন কুমার সাহু।

নিজস্ব চিত্র

এদিন মাছ চাষিরা এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উপস্থিত ছিলেন এগরা-১ ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের কর্মাধ্যক্ষ অভিমন্যু দাস প্রমুখ।