জুলাই 5, 2024
Latest:
জেলা

বিশ্ব তামাক বর্জন দিবসে জনসচেতনতার উদ্যোগ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

আজ বিশ্ব তামাক বর্জন দিবস। জন সচেতনতা বাড়াতে এই দিবসে তামাক বর্জনের ডাক দিয়ে জেলা স্বাস্থ্য ভবনে সামনে একটি পথনাটিকা পরিবেশনের পাশাপাশি তামাক যে শুধুমাত্র মানবজীবনের ক্ষতিই করেনা পরিবেশের ক্ষতিও করে সেই বিষয়ে জন সচেতনতা বাড়াতে আজ থেকে শুরু হল সুবজমিত্র ক্যাম্পিং।

জানা গেছে এদিন, তামাক বর্জন স্মারক ট্যাবলোর উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।