জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

ফালাকাটায় চিতাবাঘের আক্রমণে জখম ২

এনএফবি, আলিপুরদুয়ারঃ

চিতাবাঘের আক্রমণে ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাই টারি এলাকায় জখম হলো এক সিভিক ভলান্টিয়ার ও এক বনকর্মী ।

জানা গিয়েছে, সোমবার সকালে ওই এলাকায় জমিতে কাজ করার সময় গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পান বলে দাবি তাদের। ওই চিতাবাঘটি স্থানীয় এক ভুট্টা ক্ষেতে আশ্রয় নেয় বলে খবর। এদিকে খবর পেয়ে ওই এলাকায় সারাদিন জটেশ্বর ফাঁড়ির পুলিশ, বন দপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা পাহারা দেয়।

স্থানীয় ও বন দপ্তর সূত্রে খবর, সোমবার সন্ধায় হঠাৎই ভুট্টা ক্ষেত থেকে চিতাবাঘটি বের হয়ে পাহারারত এক সিভিক ভলান্টিয়ার এবং এক বনকর্মীর উপর আক্রমণ চালায়। আক্রমণে জখম ওই দুই জনকে উদ্ধার করে তড়িঘড়ি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসার অশেষ পাল। চিতাবাঘটিকে রাতে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হবে বলে জানান দলগাঁও রেঞ্জ অফিসার অশেষ পাল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।