জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

জমির মালিকানা নিয়ে ধুন্ধুমার মাথাভাঙ্গায়, জখম ৮

এনএফবি, কোচবিহারঃ

জমির মালিকানা নিয়ে পুরনো বিবাদের জেরে প্রতিবেশী দুই পরিবারের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনায় ধুন্ধুমার কান্ড ঘটে। এই ঘটনায় জখম এক মহিলা সহ উভয় পক্ষের ৭ জন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-১ ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের আবাস রতনপুরের দাসটারিতে।

এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, স্থানীয় বিশ্বেশ্বর দাসের পরিবারের সঙ্গে প্রতিবেশী আবুল হোসেনের পরিবারের ৪১ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। উভয়পক্ষই ঐ জমি নিজেদের বলে দাবি করছে। এই নিয়ে একাধিকবার সালিশি সভাও হয়েছে। কিন্তু তাও সমস্যা মেটেনি। এদিন ঐ জমির দখল নিয়ে বচসার জেরে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় উভয় পক্ষের সাতজন জখম হন। তাদের মধ্যে ছয়জনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। উভয়পক্ষের চারজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব চিত্র

এবিষয়ে বিশ্বেশ্বর দাস জানান, ওই জমি তার। জমির নথিও রয়েছে। অন্যদিকে আবুল মিয়াঁর দাবি, ঐ জমি তাদেরও। এমনকি জমির খতিয়ানও রয়েছে। বিশ্বেশ্বরের বাবাকে ঐ জমি ভাগ চাষ করতে দেওয়া হয়েছিল। এখন জমি ফিরিয়ে নিতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।