জুলাই 5, 2024
Latest:
জেলা

বুদ্ধিজীবীরা মুখ লুকিয়েছেনঃ সুশান্ত ঘোষ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভায় সিপিআইএম প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে আনিস খান হত্যা প্রসঙ্গে সরব হন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ। এদিন সিপিআইএম প্রার্থীদের নিয়ে চন্দ্রকোনা পুরসভার গাজীপুর থেকে জয়ন্তীপুর পর্যন্ত মিছিল করেন সুশান্ত ঘোষ। মিছিল শেষে সংবাদমাধ্যমের সামনে আনিস খান হত্যা প্রসঙ্গ তোলেন সুশান্ত ঘোষ।মৃত আনিস খানের পরিবার ও আমতা থানার কনস্টেবল কাশীনাথ বেরা গ্রেফতার হওয়ার পর তাঁর স্ত্রীও সিবিআই তদন্তের দাবি করেছেন। সে প্রসঙ্গে সুশান্ত বাবু বলেন,”সিবিআই কেন! আমরা তো বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছি। সিবিআইয়ের কার্যক্রমে স্বচ্ছতা আছে বলে মনে হয়না,পশ্চিমবঙ্গে এত কেস সিবিআইয়ের হাতে রয়েছে তার কিছু হয়নি।সিট গঠন শুধুমাত্র আইওয়াশ ছাড়া কিছুই না। দিল্লি সরকারের নিয়ন্ত্রণে চলে সিবিআই। আর রাজ্য সরকারের নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ। সিট,সিআইডি সবই রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলে। রাজ্য সরকার যেটা বলে দেয় সেটাই তারা এস্টাব্লাইসড করে।”

মৃত্যুর তিন দিন আগেও যে এসপিকে প্রাণ সংশয় রয়েছে বলে জানানো হয়েছিল, কেন সেই এসপিকে সাসপেন্ড বা বরখাস্ত করা হলনা রাজ্য সরকারের তরফে এমনই দাবি করেন তিনি। আনিসের মত একজন প্রতিবাদী কন্ঠকে স্তব্ধ করার জন্য রাজ্যের শাসকদল তাকে খুন করে তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করেছে বলেও মন্তব্য করেন সুশান্ত ঘোষ।আনিস কান্ডে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়েও কটাক্ষ করেন সুশান্ত বাবু। বলেন, “আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবরা উত্তাল,শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও রাস্তায় নামছেন। যাদেরকে একসময় আমরা বুদ্ধিজীবী বলে জানতাম, অনেকেই এখন বুদ্ধিজীবী নই। তারা এখন বিক্রি হয়ে গেছেন, মুখ লুকিয়েছেন।”