জুলাই 8, 2024
Latest:
জেলা

বালুরঘাটের শিশু উদ্যানে ট্র্যাকলেস টয়ট্রেনের সূচনা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বালুরঘাট শিশু উদ্যানে এবারে ছুটবে ট্র‍্যাকলেস টয় ট্রেন। দার্জিলিং-র টয়ট্রেনের আদলে বানানো হয়েছে এটি। কয়েক বছর আগে এই ট্রয় ট্রেনটি তৈরি করা হলেও করোনার জেরে পার্ক বন্ধ থাকায় তা চালু করা সম্ভব হয়নি। অবশেষে সব কিছু স্বাভাবিক হতেই কর্তৃপক্ষের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৮ এপ্রিল এই টয় ট্রেনের উদ্বোধন করে পর্যটকদের জন্য চালু করে দেওয়া হবে। বালুরঘাট শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বন বিভাগের শিশু উদ্যানে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক ভিড় করে। পর্যটকদের টানতে এই টয়ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, মোট তিনটি বগি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ টি আসন রয়েছে। টয়ট্রেনে চেপে পার্ক ভ্রমণ করতে পর্যটকদের ২৫ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। পার্কের ধার বেয়ে বানানো হয়েছে পেভার ব্লক দিয়ে রাস্তা। মোট ২ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। দুপুর ৩ঃ৩০,বিকেলে ৪ঃ৩০,৫ঃ৩০ মোট ৩ বার প্রত্যহ টয়ট্রেন চালানো হবে। পরবর্তী কালে পর্যটক বেশি হলে সময় বাড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে পরীক্ষামূলক ভাবে একাধিক বার টয়ট্রেন টি চালানো হয়েছে। টয়ট্রেনের ভিতরে যাতে কোন ভাবে কেউ অপ্রীতিকর কাজ না করে সেই দিকে নজর দিয়ে প্রত্যেকটি বগিতে সিসিটিভি রাখা হয়েছে। বালুরঘাটের সাহেব কাছারি, গঙ্গারামপুরের পার্কে টয়ট্রেন থাকলেও দার্জিলিং টয়ট্রেনের আদলে হুবুহু এই প্রথম বালুরঘাট শিশু উদ্যানে বানানো হয়েছে এই ট্রেনটি।