এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বাসইল গ্ৰামে রেশন দোকানের মালিকের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড ব্যবহারের অভিযোগ জেলা শাসকের দপ্তরে পৌঁছালে তিনি খাদ্য দপ্তরকে নির্দেশ দেন বিষয়টির খোঁজ নিতে ৷ সেই নির্দেশ মত কুশমুন্ডি ব্লকের বাসাইল গ্রামে জেলা খাদ্যদপ্তর থেকে পরিদর্শন ও তদন্তে প্রশাসনিক আধিকারিকরা এসে গ্ৰামবাসীদের অভিযোগ শুনলেন।
উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার খাদ্য মুখ্য নিয়ামক ফুরবা ভুটিয়া ৷ এছাড়াও উপস্থিত ছিলেন সাবডিভিশনাল কন্ট্রোলার, সহ কুশমন্ডি ব্লকের ফুড সাপ্লাই ইন্সপেক্টর প্রমুখ৷
কুশমন্ডি ব্লকে বাসলই এলাকায় রেশন দোকানের মালিকের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ডের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলা খাদ্য দপ্তরে আধিকারিক।