জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

গিনেস বুকে নাম লেখালো আইপিএল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান শুরু জমকালোভাবে। বিশ্বের বৃহত্তম জার্সি নিয়ে আইপিএল নাম লেখাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। জার্সিটি লম্বায় ৬৬ মিটার ও ৪২ মিটার। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ গ্রহণ করলেন গিনেস বিশ্বরেকর্ডের সার্টিফিকেট। পারফর্ম করতে আসেন বলিউড তারকা রণবীর সিং। এত দর্শকের সামনে পারফর্ম করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছিলেন কিছুক্ষণ আগেই। রীতিমতো তাক লাগিয়ে দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন রণবীর। আইপিএলে যে দশ রাজ্যের দল খেলা, সেখানকার সংস্কৃতি তুলে ধরতে হাজির ছিলেন নৃত্যশিল্পীরা। সঙ্গে ছিল তাঁর অভিনীত 83 (তিরাশি) ছবির গান। আইপিএল দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ভাষার জনপ্রিয় গানে পারফর্ম করেন রণবীর। দেখা গিয়েছে ছৌ নাচের দলকেও। প্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় গানেও পা মেলান রণবীর। পরে লখনউ সুপার জায়ান্টসের জার্সির রংয়ের কোট পরে রণবীর লোকেশ রাহুলের সেঞ্চুরির সেলিব্রেশনের মতো দুই কানে হাত দিয়ে চোখ বুজে দাঁড়ান। তিনি আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে আমন্ত্রণ জানানো হলো এ আর রহমানকে। তিনি মাতিয়ে দিলেন বন্দেমাতরম, মা তুঝে সালামের মাধ্যমে। রহমানের সঙ্গেই সংগীত পরিবেশ করতে থাকেন বেনি দয়াল, নীতি মেনন ও মোহিত চৌহান। রং দে বাসন্তী থেকে জয় হো- জনপ্রিয় গানের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে দেন রহমান। দর্শকাসনে দেখা গিয়েছে অক্ষয় কুমারকেও। ভারতের অনেক প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটারও উপস্থিত আছেন। বোর্ড সভাপতির স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও স্টেডিয়ামে রয়েছেন। রহমানের সঙ্গেই সংগীত পরিবেশ করতে থাকেন বেনি দয়াল, নীতি মেনন ও মোহিত চৌহান। রং দে বাসন্তী থেকে জয় হো- জনপ্রিয় গানের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে দেন রহমান। এই গানের অনুষ্ঠান চলার ফাঁকেও ফের মঞ্চে হাজির হন রণবীর। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আধ ঘণ্টা ধরে। ৭টা ১০ মিনিট নাগাদ অনুষ্ঠান শেষ হয় আতসবাজির প্রদর্শনী দিয়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী।