জুলাই 8, 2024
Latest:
রাজ্য

বিজেপি কি ওয়াশিং মেশিন! জিজ্ঞাসনে বাবুল

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

ইডি শুধুমাত্র বিরোধী দের নিশানা করছে। কেন রাজ্যের বিরোধী দলনেতা যাঁর বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে , অথবা বিজেপি নেতাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে না! – সোমবার মেদিনীপুর পুরসভার আয়োজনে ২২ শ্রাবণ অনুষ্ঠানে যোগ দিতে এসে এই প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী, সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় ।

তিনি এদিন সন্ধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আদালতের যা নির্দেশ সে নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। তবে শুভেন্দু অধিকারী কেন ছাড় পাবেন ? এই নিয়েই তার ক্ষোভ প্রকাশ করেন।

উদাহরণ দিয়ে জানান , বিজেপির এমন অনেক নেতা কে তিনি জানেন যাঁদের আয়ের কোনো উৎস নেই। তাঁরা মোটা সোনার চেন পরে ঘোরেন , দামী গাড়িতে চড়েন , বড় বাড়ি ও ফ্ল্যাটে থাকেন ইডি এসব কেন দেখতে পায় না?

নতুন মন্ত্রীত্ব পাওয়া বাবুল জানান , সারা দেশে শুধুমাত্র বিরোধীদের নিশানা করা হয়েছে । তার প্রশ্ন, বিজেপি কি একটা ওয়াশিং মেশিন না ধোয়া তুলসী পাতা ?

বাবুলকে বলতে শোনা যায় , বিজেপি বাংলাকে অপমান করে। বাঙালিকে অপমান করে। এজন্য তিনি বিজেপি ছেড়েছেন। বসে গিয়েছিলেন।
তাঁকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে এনে সাহস জুগিয়ে নতুন করে উৎসাহিত করে মন্ত্রীত্ব সামলানোর মতো গুরু দায়িত্ব দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ।