এবারে কী বাংলা ছাড়ছে কেষ্ট!

এনএফবি ডেস্কঃ

সিবিআইয়ের হানা থেকে বাঁচতে এখন হাসপাতালই ভরসা বীরভূমের কেষ্ট’র। দশম বারের মতো সিবিআইয়ের তলব এড়িয়েছেন বীরভূমের মুকুটহীন বাদশা। কিন্তু তাতেও সিবিআই ভয় পিছু ছাড়ছে না। তাই অর্শের চিকিৎসা করাতে দক্ষিণ ভারত যাওয়ার পরিকল্পনা করছেন তিনি, তার ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই খবর শোনা যাচ্ছে। তবে দক্ষিণ ভারতের কোথায় যাবেন চিকিৎসা করাতে তা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। তবে বিরোধীদের কটাক্ষ, সিবিআইয়ের ভয়ে পশ্চিমবঙ্গ ছাড়ছে অনুব্রত।