এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
মাধ্য্যমিকে অষ্টম স্থান অর্জন করলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের ছাত্রী ঈশিতা সামন্ত।তার প্রাপ্ত নম্বর ৬৮৬। তার এই সাফল্যে রীতিমতো খুশি ঈশিতার পরিবার ও তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
ঈশিতা জানায় তার গৃহশিক্ষক ছিল পাশাপাশি বাড়িতে ৬ ঘন্টা পড়াশোনা করতো ।পড়াশানার পাশাপাশি ছবি আঁকা ও ব্যাটমিন্টন খেলায় সিদ্ধহস্ত ঈশিতা । সব মিলিয়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত জানান তিনি ঈশিতার এই সাফল্যে গর্বিত ।স্কুলের নামকে উজ্জ্বল করায় খুশি জেলাবাসী।
জানা গেছে ,ঈশিতা থাকে কেটিপিপি বি টাইপ আবাসনে। বাবা চন্দন সামন্ত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। প্রকৃত বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ব্লকের পাথরবেড়িয়া গ্রামে। ২০১৮ সালে কোলাঘাটে আসে।সবমিলিয়ে ঈশিতার রেজাল্টে খুশি পরিবার থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই ।