জুলাই 7, 2024
Latest:
স্থানীয়

স্কুলকে জঞ্জালমুক্ত করতে অভিভাবকদের স্মারকলিপি প্রদান

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলে বেশ কয়েকদিন আগে এক খুদে ছাত্রকে কালাচ সাপ কামড়ে ছিল বলে অভিভাবকদের অভিযোগ। আর সেই কারণে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ভেতরে থাকা জঙ্গল পরিষ্কারের দাবিতে সোমবার বিক্ষোভ দেখায়।

পাশাপাশি এদিন অভিভাবকরা স্কুলের প্রিন্সিপালের হাতে একটি স্মারকলিপিও তুলে দেয়। অভিভাবকদের বক্তব্য আগামী ১০ দিনের মধ্যে স্কুলের সমস্ত ক্লাস রুম পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে স্থানান্তরিত করতে হবে এবং স্কুলের ভেতরে থাকা সমস্ত জঙ্গল পরিষ্কার করতে হবে। বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে হবে আর এই দাবিতেই আজ তারা ডেপুটেশন জমা দেয়।