জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

জিতলেও আত্মতুষ্টি আসতে দিতে নারাজ জাড্ডু

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মঙ্গলবার ডিওয়াই পটেল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন চেন্নাই ব্যাটাররা। বিশেষ করে রবিন উথাপ্পা এবং শিবম দুবের ১৬৫ রানের সেই পার্টনারশিপে ভর করেই রানের পাহাড় গড়ে তুলেছিল চেন্নাই সুপার কিংস। আর সেই মতোই ২৩ রানে বিরাট কোহলিদের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে তারা। আর অধিনায়ক হিসেবে প্রথম জয় পেলেন রবীন্দ্র জাদেজা। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তিনি। তবে চার ম্যাচ পরে জিতলেও আত্মতুষ্টি আনতে চান না জাড্ডু। ম্যাচ শেষে তিনি জানাচ্ছেন, ম্যাচ জিতলেও, আত্মতুষ্টি আসতে দিতে নারাজ রবীন্দ্র জাদেজা। বরং তাদের দলগত পারফ্যান্সেরই প্রশংসা শোনা যাচ্ছে রবীন্দ্র জাদেজার মুখে। আর তাতেই খুশি তিনি। সেইসঙ্গে নেতৃত্ব পেলেও, তিনি যে এখনও সবকিছু শিখছেন, সেই কথা জানাতে দ্বিধা করেননি রবীন্দ্র জাদেজা।

এই প্রসঙ্গে জাদেজার মন্তব্য, “এইবার দল হিসাবে আমরা সত্যিই খুব ভাল পারফরম্যান্স দেখিয়েছি। আমাদের ব্যাটিং ইউনিট অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে। রবিন উথাপ্পা এবং শিবম দুবে তো অসাধারণ। একইসঙ্গে বোলাররাও তাদের কাজ একেবারে ঠিকভাবে করতে পেরেছেন। আর সত্য বলতে কী দলের তরফ থেকে আমি কখনোই টাফ অনুভব করিনি। আর অধিনায়ক হলেও আমি এখনও অভিজ্ঞ এবং দলের সিনিয়র সদস্যদের থেকে নানানভাবে সবকিছু শিখছি। আর মাহি ভাই তো রয়েছেনই। আমার শেখা এখনও চলছে”।

আরও পড়ুনঃ অবশেষে জয় পেল চেন্নাই – NF Bangla Private Limited (newsfrontbangla.com)