জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ধোনির জুতোয় পা গলালেন জাদেজা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

মহেন্দ্র সিং ধোনির জায়গায় রবীন্দ্র জাদেজা নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসকে। আর সিএসকের হয়ে ধোনির জুতোয় পা গলিয়ে একইসঙ্গে খুশি অপরদিকে ক্যাপ্টেন্সির চাপ নিয়ে কিছু চিন্তাও করছেন না জাড্ডু। এদিন একটি ভিডিও পোস্ট করে জাদেজা জানান,”একই সঙ্গে ভাল লাগছে, আবার এটাও ভাবছি যে, বড় জুতোয় পা গলাতে হবে। মাহি ভাই চেন্নাই সুপার কিংসে একটা ঐতিহ্য তৈরি করে দিয়েছে। আমাকে সেটাই এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমি অধিনায়কত্ব নিয়ে খুব একটা ভাবছি না। কারণ ধোনি দলের সঙ্গে ছিল এবং আছে। যখনই কোনও প্রশ্ন করার হবে, আমি করতে পারব। সকলকে ধন্যবাদ এই অধিনায়ক হওয়ার জন্য আমাকে শুভেচ্ছা ও ভালবাসা জানানোর জন্য। আমাদের এভাবেই সমর্থন করতে থাকবেন। চিয়ার্স।”
জাদেজা উদ্বোধনী মরশুম থেকেই আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৯ থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামছেন। দেশের হয়ে ৫৯টি টেস্ট, ১৬৮টি ওয়ান ডে ও ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন জাদেজা। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার হয়ে ২৮৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। আইপিএলে ২০০ ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই। তবে এখনও জাতীয় দল অথবা আইপিএল, কোথাও নেতৃত্ব দেননি তিনি। জাদেজা শেষবার ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছেন ২০০৭ সাল। সেবছর ২৮ অক্টোবর রাজকোটের ওয়েস্টার্ন রেলওয়ে গ্রাউন্ডে বিনু মানকড় ট্রফির ম্যাচে সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাদেজা।
রবীন্দ্র জাদেজা হলেন চেন্নাই সুপার কিংসের তৃতীয় অধিনায়ক। আইপিএলে ধোনি নেতৃত্ব দিয়েছেন ২০৪টি ম্যাচে। জয় ১২১টিতে, পরাজয় ৮২টিতে। চেন্নাই সুপার কিংস আইপিএল ফাইনাল খেলেছে ৯ বার, চারবার চ্যাম্পিয়ন। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে ধোনির নেতৃত্বে আইপিএল খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। এ ছাড়া রানার-আপ হয় ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে। ২০০৯ সালে সেমিফাইনাল অবধি পৌঁছেছিল সিএসকে

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, “শনিবার কলকাতা নাইট রাইডার্স ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে যাওয়ার আগে টিম মিটিংয়ে ধোনি নিজের সিদ্ধান্তের কথা সকলকে জানান। তিনি চাইছিলেন অধিনায়ক বদলের প্রক্রিয়াটি মসৃণভাবেই হোক এবং তিনি উপলব্ধি করেছেন রবীন্দ্র জাদেজা দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত।”