অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
একদিকে দলের পারফরমেন্স ভালো নয় চারবারের আইপিএল (ipl) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। তার ওপর জাদেজাকে আনফলাে করলো সিএসকে ইন্সট্রাগ্রাম। এখন দেখার জাদেজার সঙ্গে সিএসকের সম্পর্ক কেমন যায়!
ক্যাপ্টেন্সি ছাড়ার পরে জাদেজার সঙ্গে সিএসক র সম্পর্ক ভালো ছিল না সেটা বোঝাই যাচ্ছিল। গত দিল্লি ক্যাপিটালস ম্যাচে জাদেজা বাদ পড়ার পরে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান,”জাড্ডু ফিট নয়। দুবে ওর জায়গায় খেলছে।” তবে চেন্নাই ক্যাপ্টেন জাদেজার ফিটনেস ইস্যু নিয়ে আর কোনও মন্তব্য করেননি।
জাদেজা চলতি আইপিএল (ipl) সেভাবে ছন্দে নেই। ১০ ম্যাচে ১১৬ রান করে এখনও পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন তিনি। চলতি আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দেন যে, তিনি আর ‘ইয়েলো আর্মি’কে নেতৃত্ব দেবেন না। জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন জাদেজা। ক্রমাগত হারের পর রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। জাদেজা ফের ধোনিকে নেতৃত্বের ব্যাটন তুলে দেন।
আইপিএল (ipl)- এর মাঝ পথে অধিনায়কত্বে বদল নিয়ে চেন্নাই বিবৃতি দিয়েছিল। সেখানে লেখা হয়, “রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব ছেড়ে নিজের খেলায় আরও বেশি করে ফোকাস করতে চেয়েছে। জাদেজা এমএস ধোনিকে অনুরোধ করেছে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। ধোনি জাদেজার কথা ভেবে ও বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে ফের একবার নেতৃত্ব দেবে সিএসকে-কে।”
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন যে কোনও দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার অভাব জাদেজাকে প্রভাবিত করতে পারে। ESPNcricinfo-এর টি২০ টাইম আউট সম্পর্কে কথা বলতে গিয়ে, তিনি বলেছিলেন যে, CSK-এর নেতৃত্ব দেওয়ার সময় জাদেজাকে “জলের বাইরে মাছ” দেখাচ্ছিল।
শাস্ত্রী বলেন, “জাদেজা একজন স্বাভাবিক অধিনায়ক নন। তিনি কোনো পর্যায়েই অধিনায়কত্ব করেননি। তাই, তাকে দায়িত্ব দেওয়াটা জাদেজার জন্য একটু কঠিন ছিল। মানুষ হয়তো জাড্ডুকে বিচার করতে চাইবে, কিন্তু এটা তার দোষ নয়। সে কোথাও অধিনায়কত্ব করেনি। জলের বাইরে মাছ যেমন থাকে ওকে তেমন লাগছিল।
অলরাউন্ডারদের ক্ষেত্রে সেরাদের একজন। ক্রিকেটে ফোকাস করুক। ওর জন্য হয়তো সিএসকে-র কয়েকটি ম্যাচ হাতছাড়া হয়েছে ঠিকই। ও এখন সিএসকে-কে আমরা যে ফর্মে দেখছি, জাদেজার বিষয়টি আগে ঘটলে সিএসকে ভাল জায়গায় থাকত।”