জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

বাংলায় জাওয়াদ ঢুকবে গভীর নিম্নচাপ রূপে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

চিত্রঃ বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের টুইটার থেকে

ঘূর্ণিঝড় নিয়ে পশ্চিমবঙ্গে অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে আশ্বস্ত করল আলিপুর আবহাওয়া দফতর। বাংলার উপকূলে তা আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে পুরী উপকূলে পৌঁছে বাংলায় যখন ঢুকবে তখন তার শক্তি কতটা থাকবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মৌসম ভবনের তরফে সর্বশেষ দেওয়া খবর অনুযায়ী, তাতে গভীর নিম্নচাপ হয়েই জওয়াদের বঙ্গে ঢোকার সম্ভাবনা প্রবল। শনিবার বিকেলে আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৬ ঘন্টায় সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। রবিবার দুপুরে পুরী পৌঁছে জাওয়াদ ধীরে ধীরে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর ধীরে ধীরে বাংলার উপকূলে ঢুকবে। উপকূলবর্তী এলাকায় বাতাসের বেগ থাকবে ঘন্টায় ৩৫-৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ৫৫ কিমি প্রতি ঘন্টা। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার জেরে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের আকাশ মেঘলা। টিপটিপানি বৃষ্টিতে ভিজছে মহানগর। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।