জুলাই 8, 2024
Latest:
রাজ্য

বেলপাহাড়িতে মাওবাদী নেত্রীর বাড়িতে নোটিশ ঝাড়খণ্ড পুলিশের

এনএফবি, ঝাড়গ্রামঃ

মাওবাদী নেত্রী পুষ্পা ওরফে শকুন্তলা ওরফে পরি মাহাতোর বিরুদ্ধে আদালতে হাজিরার জন্য মেছুয়া গ্রামের বাড়িতে নোটিস ঝুলিয়ে দিল ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার মেছুয়া গ্রামে জামশেদপুর থেকে পুলিশ কর্মীরা আসেন। তাঁদের সাহায্য করার জন্য ছিলেন বেলপাহাড়ির থানা পুলিশ অফিসারও।

প্রসঙ্গত, ২০১৬ সালে ঝাড়খণ্ডের পটমদা থানার একটি মামলায় জামশেদপুরের প্রথম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার জন্য নোটিসের প্রতিলিপি সাঁটিয়ে দেওয়া হয় পুষ্পার বাড়ি ও গ্রামে। সে সময়মেছুয়া গ্রামের বাড়িতে তাঁর বাবা, মা ছাড়াও দাদারা ছিলেন। পুষ্পা ওরফে শকুন্তলা মাহাতোর বয়স এখন ছত্রিশ বছর। তাঁর বাবা লক্ষ্মীকান্ত মাহাতো বলেন, “১৯৯৬ সালে দশ বছর বয়সে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর ফিরে আসেনি। আমাদের সঙ্গে যোগাযোগও রাখেনি। সামনে এলেও এখন চিনতে পারব না।”