জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বাংলায় ফিরলেন ঝুলন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ক্রিকেটকে বিদায় জানিয়ে নিজের শহর কলকাতায় ফিরলেন ঝুলন গোস্বামী। এদিন বিমানবন্দরে খুদে ক্রিকেটাররা ঝুলনকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। পাশাপাশি সিএবি কর্তারা ঝুলনকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ১০ হাজার ডেলিভারি করে কিংবদন্তীর তকমা পেয়েছেন দেশের এই মহিলা পেস বোলার। বিমান বন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঝুলন গোস্বামী বললেন, ‘প্রতিটি খেলোয়াড়কেই একদিন না একদিন অবসর নিতে হয়। জীবনের প্রথম এবং শেষ ম্যাচ আমার কাছে স্মরণীয় হয়ে তো থাকবেই, তবে ২০১৭ সালে বিশ্বকাপ আমার জীবনে উল্লেখযোগ্য টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম।’

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বললেন, ‘ঝুলন একজন লিজেন্ড ক্রিকেটার। এমন একটা ঝলমলে ক্রিকেট কেরিয়ারকে পিছনে ফেলে তিনি অবসর গ্রহণ করেছেন। ওঁকে কোথায় সংবর্ধিত করা হবে, তা এখনও ঠিক হয়নি। তবে খুব শীঘ্রই সেই বিষয়ে তার সঙ্গে আলোচনা করব। আর তারপরেই আমরা সিএবি-র তরফ থেকে ওঁকে সংবর্ধিত করব।’