জুলাই 8, 2024
Latest:
জেলাফিচার

কার্তিক লড়াই ঘিরে জন জোয়ার বেলডাঙ্গায়

এনএফবি, মুর্শিদাবাদঃ

দুর্গাপুজো, কালীপুজোর পরে কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতেছে আপামর বেলডাঙ্গাবাসী। এই আনন্দ উৎসবে সামিল হতে বেলডাঙ্গাবাসীর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভিন জেলা থেকেও হাজার হাজার দর্শনার্থী সকাল থেকেই বেলডাঙ্গার বিভিন্ন রাস্তায় জমায়েত হতে শুরু করেন। নামে কার্তিক লড়াই হলেও এখানে শিব, গণেশ, কার্তিক, হনুমান, লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবী পুজিত হন। রামকৃষ্ণ, লোকনাথও পুজিত হন। কার্তিক মাসের সংক্রান্তিতে পুজো হয়। পরের দিন উদ্যোক্তারা তাদের দেব বা দেবীকে কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে। শহর পরিক্রমায় মূলত শিব ও কার্তিকের মধ্যে এগিয়ে যাওয়ার লড়াই চলে। কে কার থেকে এগিয়ে যেতে পারে। বাঁশের মাচায় ২০-২৫ ফুট উচ্চতার শিব ও কার্তিককে নিয়ে শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার দৌড় প্রতিযোগিতা হয়।

স্থানীয়রা জানান, আড়াইশো বছর আগে রোগে মৃত্যু থেকে গরু মহিষকে বাঁচাতে এলাকার ঘোষেরা শিবের পুজো শুরু করেছিলেন। প্রথম দিকে হাতে গোনা কয়েকটি পুজো হত। সময়ের সঙ্গে পুজোর সংখ্যা বেড়েছে। বর্তমানে তিনশোর বেশি পুজো হয়। করোনার কারণে গত দুই বছরে পুজোর জাঁকজমকে ভাটা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবছর ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের জৌলুস ফিরে এসেছে।

সুষ্ঠুভাবে কার্তিক লড়াই এবং বিসর্জন প্রক্রিয়া সামাল দিতে বেলডাঙ্গা শহর জুড়ে বিভিন্ন পদ মর্যাদার আটশো পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি এলাকায় চলছে কড়া নজরদারি।