জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

জয়দীপকে বিদায় দিলো আইএফএ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আশা করা হয়েছিল যে পদত্যাগ পত্র গ্রহণ হলেও সবাই বিদায়ী আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে থেকে যেতে বলবেন। কিন্তু না সেটা হলো না। কেউ বললেনও না আর জয়দীপ থাকলেনও না। এদিন আইএফএর বার্ষিক সাধারণ সভায় সুব্রত দত্ত শুরুতেই জানালেন, “আপনারা জানেন,কিছুদিন আগেই আইএফএ সচিব জয়দীপ মুখার্জি পদত‍্যাগ করেছেন। কয়েকদিন আগে তাঁর পদত‍্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। তিনি সচিব হিসেবে বাংলার ফুটবলকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার জন‍্য আমি আইএফএ-এর সকল ইউনিটের পক্ষ থেকে জয়দীপকে ধন‍্যবাদ জানাচ্ছি। চলুন,আমরা সবাই দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাই”। আইএফএ চেয়ারম‍্যান সুব্রত দত্তর বক্তব‍্য শেষ হতেই এজিএমে সকল উপস্থিত সদস‍্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দনের সঙ্গে বিদায় জানালেন জয়দীপকে। এমন এক আবেগঘন পরিস্থিতিতে চেয়ারে বসে থাকতে পারেননি জয়দীপও। এদিনের এজিমের বৈঠকে সদস‍্যদের অভিনন্দন নিয়েই পাকাপাকি ভাবে সচিব পদ থেকে বিদায় নিলেন জয়দীপ। গত তিন বছরের জার্নি শেষ করলেন গনেশ চন্দ্র অ্যাভেনিউর সুবর্ণ বনিক হলে ।

জয়দীপ
নিজস্ব চিত্র

সচিব হিসেবে শেষ দিনে জয়দীপ সংক্ষিপ্ত বক্তব‍্য রাখতে গিয়ে বলেন,”কোভিড পরিস্থিতির মধ‍্যেও আইএফএ একটা টিম হিসেবে ফুটবলের উন্নয়নে কাজ করে গিয়েছে। সমস্ত ইউনিটের সদস‍্যরা যে ভাবে সমর্থন করেছেন তা প্রশংসনীয়। ভবিষ্যতে আইএফএ আরও ভাল কাজ করবে। টিম আইএফএকে ধন্যবাদ জানাচ্ছি।”

সাধারণত এজিএমে “পাশ-পাশ-পাশ” করেই মিটিং শেষ হয়ে যায়। অতীতের মতো এদিনও তার অন‍্যথা কিছুই হয়নি।

শরীর খারাপ থাকায় বক্তব্য রাখলেন না সভাপতি অজিত বন্দোপাধ্যায় । সভা পরিচালনা করেন সুব্রত দত্ত ।

গত বছরের আর্থিক হিসেব পেশ করার সময়ই সদস‍্যরা পাশ করে দেন। গত মরশুমের অ‍্যানুয়াল রিপোর্ট পেশ করেন বিদায়ী সচিব জয়দীপ। সেটাও পাশ। নতুন গভর্নিং বডির সদস‍্যদের নাম পড়ে শুনিয়ে অভিনন্দন জানান সুব্রত দত্ত। কার্যত আধ ঘন্টার মধ‍্যেই সুষ্ঠুভাবে শেষ হয়ে যায় আইএফএ-এর জেনারেল মিটিং।

এরপরে গর্ভনিং বডির সভা হতে চলেছে আগামী সোমবার। ওই দিন বেছে নেওয়া হবে আইএফএ-এর নতুন সচিব,তিন সহসভাপতিকে । নতুন সচিবের চেয়ারে বসা প্রায় নিশ্চিত কোষাধক্ষ অনির্বাণ দত্তর। তার কাছে সবথেকে চ্যালেঞ্জ এর কাজ হবে মোহনবাগানকে কলকাতা লিগ খেলতে রাজি করিয়ে লিগ শুরু করা এবং আইএফএতে স্পনসর আনা।

আরও পড়ুনঃ এশিয়া কাপের টিকিট পেয়ে বিস্ফোরক স্টিমাচ, আনলেন একাধিক শর্ত – NF Bangla Private Limited (newsfrontbangla.com)