জুলাই 5, 2024
Latest:
জেলা

ইউক্রেন থেকে দেশে ফিরল বালুরঘাটের জয়িতা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকার ডাক্তারি পড়ুয়া ইউক্রেনে আটকে পড়ায় আতঙ্কে ছিল পরিবার। জয়িতা রায় কিভ শহরের একটি মেডিকেল ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী। বর্তমানে দিল্লি এসে পৌঁছেছে। দেশে পৌঁছে যাওয়ায় কিছুটা স্বস্তিতে বাবা দীপঙ্কর রায় ও মা মনোরোমা রায়।

মনোরমা রায় , পড়ুয়ার মা ৷ নিজস্ব চিত্র

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হ‌ওয়ায় আটকে পড়ে জয়িতা । ডাক্তারি পড়ুয়া জয়িতা তার পরিবার কে জানায়, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রায় ২০০ ছাত্রী থাকে। যেদিন প্রথম যুদ্ধ শুরু হয় তাদের হোস্টেলের বেসমেন্টের বাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে বেসমেন্টে ছিল। খাবার প্রায় শেষ, খাবার কেনার জন্য বাইরে যাওয়ার কোন অনুমতি ছিলনা, কারণ যুদ্ধের জন্য সমস্ত দোকান বাজার বন্ধ ছিল।

তবে যুদ্ধ শুরুর চারদিনের মাথায় ইউক্রেন সেনার সহযোগিতায় হাঙ্গেরি সীমান্ত দিয়ে বুদাপেস্টে এসে ভারতীয় দূতাবাসে দুদিন কাটিয়ে অবশেষে ভারতের বিমান ধরে দিল্লি পৌঁছোয় সে ।