জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কেরালা ম্যাচে দলের মধ্যে আত্মতুষ্টি আনতে দিচ্ছেন না জুয়ান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

একের পর এক ম্যাচ জিতে হায়দ্রাবাদ এফসির সঙ্গে লিগ টেবিলের শীর্ষে নিশ্বাস ফেলছে এটিকে মোহনবাগান। তবুও এখনও আত্মতুষ্টির ছায়া দলের মধ্যে পড়তে দিচ্ছেন না সবুজ মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যদিও তিনি দলে পরিবর্তন করছেন। এদিন ম্যাচের আগে বাগান কোচ টানা এগোরোটা ম্যাচ অপরাজিত থাকা নিয়ে জানান,”প্রতিটা ম্যাচ নিয়ে আলাদা করে ভাবছি। নজির, রেকর্ড নিয়ে ভাবছিই না। আমরা লিগ ও ট্রফি জিততে চাই। সে জন্য প্রতি ম্যাচে জিততে হবে আমাদের। এর মধ্যে কোনও কঠিন দলের বিরুদ্ধে হারলে বা ড্র করলে হয়তো আর একটা সুযোগ পাব। তবে কেরালার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে। এই ম্যাচটা আমাদের কাছে আপাতত ফইনালের মতো। কারণ, দুই দলেরই ট্রফি জয়ের সুযোগ আছে। হায়দ্রাবাদ, জামশেদপুর, মুম্বইয়ের প্রতি সম্মান রেখেই বলছি কথাটা।”
কেরালা ব্লাস্টার্সের শক্তি ও দুর্বলতা নিয়ে জুয়ানের বক্তব্য,”সবাই জানে কেরালার পেরেইরা, লুনা, ভাস্কেজরা কেমন দুর্দান্ত ফুটবলার। ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী দল। ওরা পরিকল্পনা অনুযায়ী খেলে। ওদের ম্যাচগুলোতে প্রায় একই রকম স্কোর থাকে। গত তিন-চারটে ম্যাচে ওরা তেমন ভাল খেলতে পারেনি। তবে আমরা ওদের যথেষ্ট সমীহ করি।”
গত কয়েক ম্যাচ থেকে দেখা যাচ্ছে বিপক্ষের মিডফিল্ডারদের কোনও জায়গা দেননি বাগান ডিফেন্ডাররা সেই বিষয়ে স্প্যানিশ এই কোচ নিজের স্ট্যাটেজি নিয়ে জানাচ্ছেন,”সব ম্যাচে তো এক রকম খেলা যায় না। প্রতি ম্যাচ আলাদা এবং প্রতি ম্যাচে পরিকল্পনাও অন্য রকম থাকে। এফসি গোয়ার বিরুদ্ধে যা খেলেছি আমরা, তাতে কিছু পরিবর্তন আনা দরকার। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য মাত্র এক দিন সময় পেয়েছিলাম। কেরালার বিরুদ্ধে আমরা আরও একদিন পেয়েছি। যার ফলে কিছু ব্যাপারে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি। আশা করি কেরালা ম্যাচে দল আরও ভাল খেলবে।”

পুরো দল না খেলতে পারলেও যাঁরা খেলছেন, তাঁরা দলকে জেতাচ্ছেন। এই বিষয়ে কিন্তু এই স্প্যানিশ কোচ জানাচ্ছেন,”কোচিং স্টাফরা কিন্তু ম্যাচের জন্য তৈরি হতে দলের সবাইকে সাহায্য করছে। সন্দেশ, প্রবীরদের তৈরি করছে ওরাই। কিন্তু আমার খারাপ লাগছে যে পারফরম্যান্স মাঝে মাঝে একশো শতাংশয় পৌঁছচ্ছে না। যদিও এটা সব দলেরই সমস্যা। কোভিড-কোয়ারেন্টাইনে খুব ক্ষতি করে দিয়েছে। শারীরিক সক্ষমতার দিক থেকে খেলোয়াড়রা একশো শতাংশে নেই। গত মাসে সব দলেরই কঠিন সময় কেটেছে। তবে এখন সে সব সামলে নিয়ে পারফরম্যান্স ভাল করতেই হবে।”
নক আউটের আগে মোহনবাগান সমর্থকদের সংশয় রয় কৃষ্ণ,ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস কি ফিট হতে পারবেন!সবুজ মেরুন হেডস্যার জানান,”ওরা দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে ওদের যে চোট লেগেছে, সেগুলো বেশ গুরুতর ছিল। তবে এখন যে রকম দ্রুত সেরে উঠছে, তাতে আমি খুশি। এখন ওরা একশো শতাংশ সেরে উঠে দলকে সাহায্য করার অপেক্ষায় আছি। তার পরে হয়তো আমাদের সেরা মুহূর্তগুলো আসবে।”
কেরালা ম্যাচে দীপক টাঙরি চোটের জন্য খেলতে পারবেন না। সেই জায়গায় বাংলার শেখ সাহিল খেলতে পারেন। একইসঙ্গে গত দুই ম্যাচের নায়ক লিস্টন কোলাসোরও চোটের কারণে মাঠে নামা নিয়ে প্রশ্ন রয়েছে।
অনেক দিন পর গঙ্গাপাড়ের ক্লাব ‘ক্লিন শিট’ রাখতে সমর্থ । দলের ডিফেন্স ও নিজেদের শীর্ষে থাকা নিয়ে জুয়ান বলেন,”আমি আগের মতোই একই কথা বলব। আমরা তিন পয়েন্ট পেতে চাই। সে যদি ৩-১, ২-১ হলেও কোনও অসুবিধা নেই। বুঝতে পারি যে সমর্থকেরা ২-০, ৩-০-য় জিতলে খুব খুশি হন, সবার প্রশংসা পাওয়া যায়। ফুটবলে বেশি গুরুত্বপূর্ণ হল কেন জিতলাম বা কেন হারলাম। ধরা যাক, আমরা ১-০-য় জিতলাম। কিন্তু বিপক্ষ ৬-৭টা সুবর্ণ সুযোগ তৈরি করে নিল। এটা কিন্তু ভাল নয়। ‘ক্লিন শিট’ হল, না কি হল না, সেটা বড় কথা নয়। আমাদের পয়েন্ট কম হল কি না, ম্যাচে আমরা ঠিকমতো ওঠা-নামা করতে পারছি কি না, এগুলো নিয়ে ভাবতে হবে। কারণ, এগুলোই আমাদের গুরুতর সমস্যা।” এখন দেখার এটিকে মোহনবাগান নিজেদের জয়ের ধারা ধরে রাখতে পারেন কিনা!

আরও পড়ুনঃ বিদায় শিল্পী, ফুটবলার সুরজিৎ,বাঁচাতে পারলেন না, আক্ষেপ বিদেশের